দু’টি প্রতারণার মামলায় অভিযুক্ত ‘কেকেএন’ সংস্থার কর্ণধার কৌশিককুমার নাথকে নিজেদের হেফাজতে নিল কালনা থানার পুলিশ। বৃহস্পতিবার কৌশিকবাবুকে কালনা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সাল নাগাদ কালনার সাতগড়িয়া এলাকায় চালকল ও তেলকল গড়ার জন্য বেশ কিছু জমি কিনেছিল ‘কেকেএন’ সংস্থা। জমিদাতাদের দাবি, পরিবার পিছু এক জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কারখানা গড়ার কাজও শুরু হয়। কিন্তু ২০১২ সালে সংস্থার লোকজন হঠাৎই পালিয়ে যান। যন্ত্রপাতিও সরিয়ে ফেলা হয়।
|
কালনা থানা সূত্রে জানা যায়, চালকল তৈরির জন্য কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা থেকে ঋণ নেয় কৌশিকবাবুর সংস্থা। ওই ব্যাঙ্কের তরফে গত ২২ ডিসেম্বর কালনা থানায় কৌশিকবাবুর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। এর পরে সপ্তাহ দুয়েক আগে কালনার সূর্যপুর গ্রামের আনন্দপ্রসাদ সিংহরায় নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তিনি ওই চালকলের জন্য জমি বিক্রি করেছিলেন। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাজারদরের তুলনায় কম দামে তাঁর কাছ থেকে জমি কেনা হয় বলে তাঁর অভিযোগ। তিনি আরও জানিয়েছিলেন, জমি হস্তান্তরের আগে সরকারি স্ট্যাম্প পেপারে চাকরি দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়। তাতে কৌশিকবাবু সই ছিল। কালনা থানার ওসি অমিতকুমার মিত্র জানান, গত ১২ মে তাঁরা জানতে পারেন, যাদবপুর থানার পুলিশ অন্য মামলায় কৌশিকবাবুকে গ্রেফতার করেছে। তাই আনন্দপ্রসাদবাবু অভিযোগ করার পরেই জেরা করার জন্য কৌশিকবাবুকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় কালনার পুলিশ। যাদবপুর থানার সঙ্গেও যোগাযোগ করা হয়। এ দিন কৌশিকবাবুকে কালনা আদালতে তোলা হলে এসিজেএম মধুমিতা রায় তাঁকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। দু’টি ভিন্ন প্রতারণার অভিযোগের ব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায়। |
টিউশন সেরে ফেরার পথে মৃত্যু হল এক গৃহশিক্ষকের। বুধবার সন্ধ্যায় মেমারি থানার সুলতানপুর মোড়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে মুন্সি নূরে আলম রাব্বি (৪৭) নামে ওই ব্যক্তির। মেমারির গ্রিন পার্কের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর পরে রাতেই তিনি মারা যান। ভাইঝির বাড়ি থেকে ফেরার পথে বাস ধরতে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক চাষির। নিমাই ঘোষ (৫৮) নামে ওই ব্যক্তির বাড়ি মেমারির পাল্লা শ্রীরামপুরে। বর্ধমানের ঘোড়দৌড়চটির কাছে বৃহস্পতিবার সকালের ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সকাল সাড়ে ১০টা নাগাদ মারা যান তিনি।
|