ছাত্র-মৃত্যুর তদন্তের নির্দেশ দিল মানবাধিকার কমিশন |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি ও কলকাতা |
জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইন্সটিটিউশনের ছাত্র জয়দীপ মুখোপাধ্যায়ের অপমৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে
|
জয়দীপ মুখোপাধ্যায় |
তদন্তের নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। বুধবার কমিশনের চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায় এই
নির্দেশ দেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সংবাদমাধ্যমে এই ঘটনা জেনে ছুটির মধ্যেই অশোকবাবু বুধবার অফিসে আসেন। এ দিন তিনি রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) শশীকান্ত পুজারিকে ন্যূনতম ডিআইজি পদমর্যাদার কোনও আধিকারিককে দিয়ে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেন। কমিশনের রেজিস্ট্রার রবীন্দ্রনাথ সামন্ত বলেন, “তিন সপ্তাহের মধ্যে কমিশনে ওই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ দিন বিকেলেই নির্দেশ উত্তরবঙ্গের আইজিকে পাঠানো হয়েছে।” জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই ঘটনার তদন্ত চলছে। কমিশনের নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।” |
জলপাইগুড়ির ফণীন্দ্রদেব ইন্সটিটিউশনের ছাত্র জয়দীপ মুখোপাধ্যায়ের অপমৃত্যুর
প্রতিবাদে ওই স্কুলের ছাত্রদের মৌনী মিছিল। বুধবার তোলা নিজস্ব চিত্র। |
গত সোমবার জলপাইগুড়ির সেবাগ্রাম এলাকার বাড়ি থেকে নবম শ্রেণির ছাত্র জয়দীপের ঝুলন্ত দেহ মেলে। পরিবারের অভিযোগ, একটি বেঞ্চ ভাঙার ঘটনায় তাকে অভিযুক্ত করে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দিয়ে মারধর করা হয়। জরিমানাও করা হয়। অভিভাবকেরা তা দিতে রাজি হলেও পর পর তিন দিন তাকে মারধর করা হয়। এর জেরেই সে আত্মঘাতী হয় বলে জয়দীপের বাবা-মায়ের অভিযোগ। পুলিশের কাছে জমা পড়া ময়না-তদন্তের রিপোর্টে ঘটনাটি আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। সোমবার রাতেই দুই শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়। তাঁরা ওই দিন থেকেই এলাকাছাড়া। মঙ্গলবার সকাল থেকেই ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে স্কুলটি বন্ধ রয়েছে। এ দিন স্কুলের পরিচালন সমিতির বৈঠক থাকলেও তাদের বিক্ষোভে তা ভেস্তে যায়। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক স্বস্তিশোভন চৌধুরী থানায় ছাত্র পরিষদের বিরুদ্ধে হাঙ্গামা বাধানোর পাল্টা অভিযোগ করেন। তৃণমূল ছাত্র পরিষদ এ দিন স্কুলের সামনে মোমবাতি জ্বালিয়ে জয়দীপের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানায়। শহরে মৌনী মিছিলে সামিল হয় স্কুলের পড়ুয়ারা।
|