টুকরো খবর
ছাত্র-ভর্তিতে টাকা দিলেন প্রধানশিক্ষক
ভর্তির টাকা জোগাড় করতে না পেরে প্রধান শিক্ষকের পায়ে কান্নায় ভেঙে পড়ল রায়গঞ্জের বিশ্বজিৎ সরকার। বুধবার শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন হাই স্কুলে। অভাবী মেধাবী ছাত্রের কান্না দেখে অনেকেই বিচলিত। প্রধান শিক্ষক নিজে ৬০০ টাকা দিয়ে তাকে ভর্তি করান। বিশ্বজিৎ মাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেয়েছে সে। ইচ্ছে বিজ্ঞান নিয়ে পড়াশোনার। কিন্তু আর্থিক অনটনের কারণে ভর্তির টাকা জোগাড় করতে পারেনি সে। বাবা ভ্যানচালক। মা পরিচারিকার কাজ করেন। রায়গঞ্জের বরুয়া পঞ্চায়েতের শিসগ্রাম এলাকায় বাড়ি বিশ্বজিতের। স্কুলের প্রধান শিক্ষক নীলমাধব নন্দী বলেন, “আপাতত ভর্তি ফির টাকার ব্যবস্থা করে বিশ্বজিতকে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক স্তরে স্কুল কর্তৃপক্ষই তার পাঠ্যপুস্তক ও নিখরচায় প্রাইভেট টিউশনের ব্যবস্থা করবে। ভবিষ্যতে উচ্চশিক্ষার স্বার্থে স্কুলের তরফে সরকারি বেসরকারি উদ্যোগে বিশ্বজিতকে সহযোগিতা করার আবেদন জানানো হচ্ছে। ” বিশ্বজিত এ বছর মাধ্যমিকে সব বিষয় মিলিয়ে ৬০৩ নম্বর পেয়েছে। সে বাংলায় ৮৫, ইংরেজিতে ৮৪, পদার্থবিদ্যায় ৯৪, জীবনবিগ্যানে ৭২, অঙ্কে ৯২, ইতিহাসে ৯০ ভুগোলে ৮৬ নম্বর পেয়েছে। বিশ্বজিতের বাবা বিষ্ণুবাবু রায়গঞ্জে গ্যাস সিলিন্ডার সরবরাহ সংস্থায় ভ্যান চালকের কাজ করেন। মা টুম্পাদেবী প্রতিবেশিদের বাড়িতে পরিচারিকার কাজ করেন। নীলমাধববাবু জানান, ২০১০ সালের নভেম্বর মাসে টাটা বিল্ডিং ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত স্কুলভিত্তিক জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় বিশ্বজিত সারা দেশের মধ্যে প্রথম স্থান দখল করে স্কুলের মুখ উজ্বল করেছিল।

জাল টাকা কাণ্ডে তদন্তে পুলিশ
জাল টাকা কাণ্ডে বিএসএফের এক জওয়ান গ্রেফতারের ঘটনায় তদন্তে নামল দক্ষিণ দিনাজপুর পুলিশ। মঙ্গলবার বিকেলে বংশীহারীর বুনিয়াদপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ঘটনার। পুলিশ জানায়, ৯৮ হাজার টাকা ব্যাঙ্কে জমা করতে যান ওই জওয়ান। তার মধ্যে ৪৪টি ৫০০ টাকার জাল নোট ছিল। গ্রেফতার হন ওই জওয়ান। পুলিশ জানায়, ধৃতের নাম রবিউল ইসলাম গঙ্গারামপুরের মধ্য রঘুনাথপুরের বাসিন্দা। ধৃত জওয়ান জলপাইগুড়ি জেলায় ১০৪ নম্বর বিএসএফ কোম্পানিতে কর্মরত। বর্তমানে তিনি বাড়িতে এসেছেন। রাতেই জেলা পুলিশের তরফে ধৃত জওয়ানকে জেরা করে গঙ্গারামপুরের বানিহারী সীমান্ত থেকে রাতে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

বোমা ফেটে মৃত্যু
বোমা ফেটে যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও এক যুবক। মঙ্গলবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে ইটাহারে কাপাসিয়া পঞ্চায়েতের টিটিহায়। নিহতের নাম হেনদাবাদ রহমান (৩২)। পেশায় চাষি ওই যুবকের বাড়ি ওই এলাকাতে। জখম যুবকের নাম কাশিমুদ্দিন আহমেদ। বাড়ি স্থানীয় জামালপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের দাবি, বোমা বাঁধার সময় ওই যুবক মারা গিয়েছেন। রাতে বোমা ফাটার শব্দ পেয়ে বাসিন্দারা এসে দুই যুবককে এলাকার একটি জমিতে পড়ে থাকতে দেখেন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে হেনদাবাদ মারা যান।

অধরা অভিযুক্ত
ধর্ষণের জেরে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত যুবক বুধবারও গ্রেফতার হয়নি। সোমবার রাতে দিনহাটার বাইশগুড়ির বাসিন্দা অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে প্রতিবেশী এক যুবক ধর্ষণ করে। মঙ্গলবার ছাত্রীটি গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়।

অভিযান
—নিজস্ব চিত্র।
শহরের জাতীয় সড়ক সংলগ্ন ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ী সমিতির সঙ্গে কাজে নামল ইসলামপুর পুরসভা। বুধবার থেকে ওই কাজ শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “সম্প্রতি বৈঠকের পরে পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতি অভিযানে নামে। আজ থেকে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কাজে নেমেছি।” ব্যবসায়ী সমিতির সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, “বেআইনি জবরদখলে ফুটপাত নেই বললেই চলে। তাই জবরদখল উচ্ছেদের কাজ শুরু করা হয়েছে।”

দেহ উদ্ধার
গ্রামে জলাশয় থেকে এক আদিবাসী যুবকের গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আলিপুরদুয়ার থানার ধারেয়ারহাট গ্রামে ঘটনাটি ঘে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শিবচরণ মুর্মু (২৮)। গ্রামেই তাঁর বাড়ি। পেশায় দিনমজুর ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। এদিন গ্রামবাসীরা মৃতদেহটি জলে পুলিশ তদন্ত শুরু করেছে।

তড়িদাহত হয়ে মৃত্যু
তড়িদাহত হয়ে মৃত্যু হল এক কৃষকের। মঙ্গলবার রাতে বালুরঘাটের মুনইলের রাজারামপুর এলাকায়। মৃতের নাম প্রদীপ বর্মন (৩৮)। ধান শুকনোর জন্য হুকিং করতে গিয়ে তারে জড়িয়ে ওই ব্যক্তি তড়িদাহত হন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.