দিনহাটাতে আজ সভা বামফ্রন্টের
রাজনৈতিক গোলমালে বামফ্রন্টের দিনহাটার বুড়িরহাটের জনসভা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে জেলা পুলিশ। আজ, বৃহস্পতিবার বিকালে তৃণমূলের নামে সন্ত্রাসের অভিযোগের পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিতে বুড়িরহাটে ওই সভা হবে। প্রধান বক্তা হিসাবে সিপিএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদকমন্ডলীর হাফিজ আলম সাইরানির থাকার কথা। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, বামেদের সভা ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে। সভাস্থল লাগোয়া এলাকা তো বটেই বিভিন্ন রুটে পর্যাপ্ত নজরদারির বন্দোবস্ত করা হচ্ছে। কমব্যাট ফোর্স, ছয়টি মোবাইল ভ্যান ছাড়া শতাধিক পুলিশ কর্মী দায়িত্বে থাকছেন। ডিএসপি পদ মর্যাদার আধিকারিক বিষয়টি দেখভাল করবেন। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “জনসভার জন্য পুলিশ সুপারকে বাড়তি নজর রাখতে বলা হয়েছে।” আর জেলা পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হচ্ছে। আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না।”
তবে সভাকে ঘিরে যুযুধান দুই রাজনৈতিক শিবিরে চাপান-উতোর শুরু। ক’দিন আগে গোলমালের আশঙ্কা করে সভার অনুমতি বাতিলের দাবি তুলেছিল তৃণমূল। সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “সভা করার অধিকার সব দলেরই রয়েছে। বুড়িরহাটের সভা শান্তিপূর্ণ ভাবে হবে। পুলিশ-প্রশাসনে অনুমতি নিয়েই সভা হচ্ছে। নিরাপত্তার বিষয়টি তাঁরা দেখবেন। তবে যা পরিস্থিতি তাতে উদ্বেগ রয়েছে।” দিনহাটার বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “সভায় কোনও গোলমাল হওয়া উচিত নয়। গণতন্ত্রে শ্রদ্ধাশীল হলে কেউ সেটা করবেন না।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “সবদলের সভা করার অধিকারের কথা আমরা জানি। ওই সভা শান্তিপূর্ণভাবে হোক, সেটা আমরাও চাই। তবে দিনহাটা জুড়ে আশান্তির আবহওয়া বামেরাই তৈরি করেছে। ওঁরা গোলমাল না পাকালে কিছু হবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.