এভারেস্ট জয়ী তেনজিং নোরগেকে মরোণোত্তর ভারতরত্ন দেওয়ার সুপারিশ করবে রাজ্য সরকার। বুধবার শিলিগুড়িতে এভারেস্ট জয়ের ৬০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। দেরিতে হলেও ঘরের মানুষ তেনজিং নোরগেকে ভারতরত্ন দেওয়ার বিভিন্ন প্রস্তাবও উঠে আসছে। ভারত সরকারের তরফে এই সম্মান জানানো হয়। তবে সে ক্ষেত্রে রাজ্যেরও সম্মতি প্রয়োজন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গৌতমবাবু।
গৌতমবাবু বলেন, “তেনজিং নোরগেকে মরোণোত্তর ভারতরত্ন দেওয়া উচিত। বস্তুত, বহু দিন আগেই তাঁকে এই সম্মান জানানো উচিত ছিল। এখন বিভিন্ন মহল থেকে সেই প্রস্তাব আসছে। সে ক্ষেত্রের রাজ্যের সুপারিশ কেন্দ্রের কাছে যাওয়া দরকার। শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ওই সুপারিশ যাতে যায় সে ব্যাপারে উদ্যোগী হব।” এ দিন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম না করে তিনি জানান, দেশের সর্বোচ্চ পদে বাংলার এক কৃতী সন্তান রয়েছেন। যথাযথ জায়গায় সুপারিশ যাতে পৌঁছয় সেই ব্যবস্থা নেবেন। |
এভারেষ্ট জয়ের ৬০ বছর পূর্তি উদযাপন দার্জিলিঙে।—নিজস্ব চিত্র। |
১৯৫৩ সালের ২৯ মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রেখেছিলেন তেনজিং নোরগে এবং এন্ডমন্ড হিলারি। এ দিন শিলিগুড়ির দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তির কাছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এবং হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এভারেস্ট জয়ের ৬০ বছর পূর্তি পালিত হয়। ছিলেন আরেক কৃতী পর্বতারোহী কুশান শেরপা। মন্ত্রীর আশ্বাসে খুশি তিনিও। ২০০৩ সাল থেকেই অভিযান ক্রীড়ায় অবদানের জন্য প্রতি বছর এই দিনটিতে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেয় এসজেডিএ। এ বছর পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় নির্বাচনী বিধি নিষেধের কারণে সেই পুরস্কার দেওয়া সম্ভব হল না বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। কুশান শেরপাকে অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, “তেনজিং নোরগেকে ভারতরত্ন সম্মান দেওয়া হলে আমরা গর্বিত হব। কেন না তিনি আমাদের জেলারই মানুষ ছিলেন।”
|