ম্যাচের দু’ঘণ্টা আগে থাকতেই সোমদেব দেববর্মনের সতীর্থ ডেভিসকাপারদের টুইট আছড়ে পড়া শুরু। ভারতের বর্তমান এক নম্বর টেনিস প্লেয়ারের জীবনের বৃহত্তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ বলে কথা! নেটের উল্টো দিকে যে টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী—রজার ফেডেরার।
ফেডেরার-ও নিজের টুইটে পোস্ট করেছেন এ দিন ম্যাচের আগেই— ‘আমার ফোরহ্যান্ড শটগুলো প্র্যাক্টিস করছি।’ ততক্ষণে মহেশ ভূপতির টুইট ভেসে উঠেছে সোশ্যাল নেটওয়াকিং সাইটে— ‘আমি মনে করি না রজার ভয়ঙ্কর জোরে বল হিট করবে বলে!’ তার কাছাকাছি সময়েই রোহন বোপান্নার পোস্টিং— ‘সত্যি বলতে কী, সোমদেবের র্যাকেট থেকে কয়েকটা অন্তত উইনার আজ বেরোক।’ ম্যাচ শুরু হতে আবার তাঁর টুইট— ‘সোমদেব সুজান লেংলেন কোর্টে! এইমাত্র ও নিজের পয়েন্টের খাতা খুলল। তার পরে স্টেডিয়ামের হাততালিগুলো শুনতে খুব ভাল লাগছে।’ সবচেয়ে তাৎপর্যের পোস্টিংটা অবশ্য এক সাধারণ ভারতীয় টেনিসপ্রেমীর— ‘ফিক্সিং কেলেঙ্কারির মধ্যে সোমদেবকে গ্র্যান্ড স্ল্যামে ফেডেরারের বিরুদ্ধে লড়তে দেখাটা এক ঝলক টাটকা বাতাসের মতো।’
কিন্তু মুশকিল হল, সোমদেব রোলাঁ গারোয় সম্ভবত ফেডেরারের সবচেয়ে প্রিয় রাউন্ডটাতেই সুইস মহাতারকার সামনে পড়ে গিয়েছিলেন। ২০০৩-এ প্রথম গ্র্যান্ড স্লা্যমজয়-উত্তর ফেডেরারের বুধবারের আগে পর্যন্ত সমস্ত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট মিলিয়ে দ্বিতীয় রাউন্ডে জয়-পরাজয়ের পরিসংখ্যান ৪০-০। শুধু ফরাসি ওপেনেই ১০-০। গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক হিসেবে জীবনে কখনও কোনও গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয় রাউন্ডে হারেননি। ফলে আরও তেতে থেকে সোমদেবকে সওয়া ঘণ্টার মধ্যেই স্ট্রেট সেটেই শুধু হারালেন না, আমেরিকাবাসী ভারতীয় টেনিস তারকা গোটা ম্যাচে মাত্র চারটে গেম নিতে সমর্থ হয়েছেন। ফেডেরারের পক্ষে স্কোরলাইন ৬-২, ৬-১, ৬-১। কিন্তু গ্র্যান্ড স্ল্যামে ফেডেরারকে খেলার মহা-অভিজ্ঞতা ক’জন টেনিস প্লেয়ারের লকারে থাকে? সেখানে সোমদেব কিন্তু বিজয়ী। কোর্টে বিজিত তো কী? |
এক ফ্রেমে। রোলাঁ গারোয় ম্যাচ শেষে। ছবি: এএফপি |
সোমদেবের জীবনের বৃহত্তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের দিন ভারতীয় টেনিসের আরও একটা তাৎপর্যের ঘটনা ঘটল রোলাঁ গারোয়। মিক্সড ডাবলসে সুইডেনের রবার্ট লিন্ডসটেডের সঙ্গে ভারতের সানিয়া মির্জার জুটি শীর্ষ বাছাইয়ের মর্যাদা পেয়েছে ফরাসি ওপেনে। গ্র্যান্ড স্ল্যামে ভারতীয় টেনিস তারকাদের পক্ষে যা বিরলতম ঘটনা। বছরের গোড়ায় অস্ট্রেলীয় ওপেনে বিশ্বের এক নম্বর পুরুষ ডাবলস প্লেয়ার বব ব্রায়ানের সঙ্গে জুটি বেঁধেও সানিয়া তৃতীয় বাছাই হয়েছিলেন। প্যারিসে বব ও মাইক ব্রায়ান ভাইয়েরা যেমন মিক্সড ডাবলসে খেলছেন না, তেমনই মেয়েদের দুই সেরা ডাবলস প্লেয়ার সারা ইরানি, রবার্তা ভিঞ্চি-কেও দেখা যাবে না এ বার। তা-ও লিজা রেমন্ড, লিজেল হিউবারদের মতো ডাবলসের মহা-বিশেষজ্ঞদের আগে সানিয়াদের জুটির গ্র্যান্ড স্ল্যাম-মঞ্চে শীর্ষ বাছাইয়ের মর্যাদা পাওয়াটা অভিনব। ডাবলসে সানিয়ার এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিং ১৮। তবে জমজ ব্রায়ান ভাইদের পরেই পুরুষদের ডাবলস র্যাঙ্কিংয়ে ৩ নম্বর লিন্ডসটেড। শীর্ষ বাছাই ভারতীয়-সুইড জুটি প্রথম রাউন্ড খেলবেনও এক তাৎপর্যপূর্ণ জুড়ির বিরুদ্ধে। জিম্বাবোয়ের কারা ব্ল্যাক ও পাকিস্তানের আইসাম কুরেশি জুটির মুখোমুখি সানিয়ারা। যে আইসাম শোয়েব মালিক-পত্নী সানিয়ার খুব ভাল বন্ধু হিসাবে খেলার দুনিয়ায় পরিচিত। সব ঠিকঠাক এগোলে সানিয়াদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ সপ্তম বাছাই মহেশ ভূপতি ও তাঁর অস্ট্রেলীয় সঙ্গী ডেলাকুয়া। আবার মেয়েদের ডাবলসে ডেলাকুয়ার পার্টনার, ১৭ বছরের টিনএজার অস্ট্রেলীয় বার্তি এ বার রোলাঁ গারোয় মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গী। লিয়েন্ডার পেজ মিক্সড ডাবলসে খেলছেন সার্বিয়ার জাঙ্কোভিচকে নিয়ে। লিয়েন্ডার ও বোপান্নাদের দুই অবাছাই জুটি সব ঠিকঠাক এগোলে সেমিফাইনালে মুখোমুখি হবেন।
এ দিকে, বুধবার পুরুষ ও মেয়েদের বাছাই তারকাদের মধ্যে তৃতীয় রাউন্ডে উঠলেন ডেভিড ফেরার, জো সঙ্গা এবং সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন আজারেঙ্কা ও কিভিতোভা। তবে মার্কোস বাগতাদিস প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন।
|