ফেডেরারের বিরুদ্ধে আগের সাক্ষাতের সময় সোমদেব জীবনের সেরা ফর্ম আর র্যাঙ্কিংয়ে ছিলেন। সবেমাত্র কেরিয়ারের দ্বিতীয় এটিপি ফাইনাল জোহানেসবার্গ ওপেনে খেলে এসেছেন তখন। এই মুহূর্তে কাঁধে অস্ত্রোপচার-উত্তর সোমদেব পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৭৩৩ থেকে আপাতত উঠে এসেছেন ১৮৮-তে। রোলাঁ গারোয় তিনটে কোয়ালিফাইং রাউন্ড-সহ চারটে ম্যাচ ইতিমধ্যে জিতেছেন। ফরাসি ওপেনের পরের সপ্তাহে তাঁর র্যাঙ্কিংয়ে সম্ভাব্য নূন্যতম উত্তরণ দাঁড়াবে ১৫৫। চটচটে ক্লে কোর্ট সোমদেবের পছন্দের সারফেস না হতে পারে, কিন্তু বুধবার তাঁর মেগা প্রতিদ্বন্দ্বী ফেডেরারেও সবচেয়ে কম সাফল্য ক্লে কোর্টেই। ১৭টা গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মধ্যে ফরাসি ওপেন মাত্র একটা। কেরিয়ারে মোট ৭৬ সিঙ্গলস খেতাবের মধ্যে ক্লে কোর্ট খেতাব মাত্র ১০টা। ফরাসি ওপেনের ঠিক আগেই নিজের টুইটার অ্যাকাউন্ট খুলেছেন ফেডেরার। প্রথম ঘণ্টাতেই যার ফলোয়ারের সংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার। সোমদেবেরও ফেভারিট টেনিস প্লেয়ার ফেডেরার (মেয়েদের মধ্যে স্টেফি গ্রাফ)। প্রিয় তারকার মুখোমুখি হওয়ার আগে সোমদেব টুইট করেছেন, ‘রজারের মতো টেনিস নিবেদিতপ্রাণ, কোর্ট আর কোর্টের বাইরেও ওঁর ব্যবহার, বছরের পর বছর হাড়ভাঙা পরিশ্রম আমার কাছে অনুপ্রেরণামূলক।’ আর স্বয়ং ফেডেরার টুইট করেছেন, ‘আমি জানি ক্লে কোর্টে যে কোনও ম্যাচ আমার কাছে জটিল হতে পারে। যদি না একটা নির্দিষ্ট উঁচু লেভেলে সারাক্ষণ খেলি।’ |
‘ফ্যাব ফোর’ যুদ্ধে |
সোমদেব বনাম জকোভিচ
মায়ামি মাস্টার্স ২০১৩ (হার্ডকোর্ট)
তৃতীয় রাউন্ড ২-৬, ৪-৬ |
সোমদেব বনাম নাদাল
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ২০১১ (হার্ডকোর্ট)
চতুর্থ রাউন্ড ৫-৭, ৪-৬ |
সোমদেব বনাম অ্যান্ডি মারে
যুক্তরাষ্ট্র ওপেন ২০১১ (হার্ডকোর্ট)
প্রথম রাউন্ড ৬-৭ (৫-৭), ২-৬, ৩-৬ |
সোমদেব বনাম ফেডেরার
দুবাই ওপেন ২০১১ (হার্ডকোর্ট)
প্রথম রাউন্ড ৩-৬, ৩-৬ |
|
রোলাঁ গারোয় ‘বুড়ো’র জয়, ‘বুড়ি’র হার
সংবাদসংস্থা • প্যারিস |
ফরাসি ওপেনে পুরুষদের সার্কিটে সবচেয়ে সিনিয়র প্লেয়ার জিতলেও হেরে গেলেন মেয়েদের সার্কিটের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। ৩৫ বছর বয়সি জার্মান টমি হাস দ্বিতীয় রাউন্ডে উঠলেন স্থানীয় ফরাসি রাফি-কে ৭-৬ (৭-৪), ৬-১, ৬-৩ হারিয়ে। ততক্ষণে রোলাঁ গারোর অন্য কোর্টে ৪২ বছর বয়সি জাপানি মেয়ে কিমিতো দাতে প্রথম রাউন্ডেই সামান্থা স্তোসুরের কাছে হেরে বসেছেন ০-৬, ২-৬। আবার দুই উঠতি প্রতিভার এক জন ম্যাচের মাঝপথে আহত-অবসৃত হলেন। অপর জন বিপক্ষ আহত-অবসৃত হওয়ায় পুরো ম্যাচ না খেলেই জিতলেন। |
অফুরন্ত আড্ডা, অসীম অপেক্ষা। রোলাঁ গারোয় বৃষ্টির দিনে। ছবি: এএফপি |
টমাস বার্ডিচ রোমানিয়ার হানেস্কুর বিরুদ্ধে ৫-৭, ৬-৭ (৬-৮), ১-২ পিছিয়ে থাকা অবস্থায় সরে দাঁড়ান। শারাপোভার বয়ফ্রেন্ড দিমিত্রভ প্রথম রাউন্ডে ফালা-র বিরুদ্ধে ৬-৪, ১-০ এগিয়ে থাকার সময়ে প্রতিদ্বন্দ্বী অসুস্থ বোধ করায় ম্যাচ ছেড়ে দেন। ডাবলসে লিয়েন্ডার-মেলজার প্রথম রাউন্ডে জিতলেও হারল ভূপতি-বোপান্না জুটি। শীর্ষ বাছাই জকোভিচ অভিযান শুরু করলেন গোফিনকে ৭-৬, ৬-৪, ৭-৫ হারিয়ে। |