টুকরো খবর
ফেডেরারের সামনে সোমদেব
ফরাসি ওপেনের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে নিজের-নিজের স্প্যানিশ কোয়ালিফায়ারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার এবং ভারতের সোমদেব দেববর্মন। রবিবার রোলাঁ গারোয় ফেডেরার ৬-২, ৬-২, ৬-৩ পাবলো বুস্তা-কে হারানোর কিছুক্ষণের মধ্যে সোমদেব ৬-৩, ৬-৩, ৭-৫ জেতেন ৩১ বছর বয়সি বাঁহাতি ড্যানিয়েল নাভার বিরুদ্ধে। ফরাসি ওপেনে তিন বারে (২০১০, ’১১ ও ’১৩) এই প্রথম ম্যাচ জিতলেন সোমদেব। ফেডেরারের মুখোমুখি সোমদেব এক বারই হয়েছেন, ২০১১ দুবাইয়ে। টেনিসের ‘ফ্যাব ফোরে’র বিরুদ্ধে সোমদেব এ বছরও খেলেছেন। জকোভিচের বিপক্ষে মায়ামি মাস্টার্সে। মেয়েদের সিঙ্গলসে সেরেনা উইলিয়ামস অভিযান শুরু করলেন নিজস্ব মেজাজে। আনা তাতিসভিলিকে ৬-০, ৬-১ উড়িয়ে। স্থানীয় ফরাসি গিলেস সিমোনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ২-০ সেটে এগিয়েও পাঁচ সেটে হেরেছেন বর্ষীয়ান অস্ট্রেলীয় তারকা লেটন হিউইট। ডাবলসে চতুর্থ বাছাই ভূপতি-বোপান্না ও নবম বাছাই পেজ-মেলজার একই অর্ধে। সম্ভাব্য লড়াই কোয়ার্টার ফাইনালে। মেয়েদের ডাবলসে সানিয়া-বেথানি জুটি সপ্তম বাছাই।

ঘুচায় অন্ধকার...
আইপিএল ফাইনাল শুরুর আগে আতসবাজির প্রদর্শনী। রয়েছেন চেন্নাই সুপার
কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার, ইডেন গার্ডেন্সে। ছবি: উৎপল সরকার

মেহতাবদের কোচ হচ্ছেন ফালোপাই

ছিয়াশি বিশ্বকাপে ব্রাজিলের সহকারী কোচ মার্কোস ফালোপা-ই হতে চলেছেন মেহতাবদের নতুন কোচ। আজ লাল-হলুদের সভাতেও একমাত্র ফালোপার নাম নিয়েই আলোচনা হবে। যা পরিস্থিতি তাতে ফালোপার নামের পাশে শুধু সিলমোহর পড়ার অপেক্ষা। রবিবার ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলে দিলেন, “একমাত্র ফালোপাকে নিয়েই এ দিন আমাদের আলোচনা হবে। অন্য কোনও কোচকে নিয়ে নয়। সব ঠিক থাকলে ওকেই চূড়ান্ত করে ফেলা হবে।”এ দিকে, মহমেডানের কোচ হিসাবে প্রায় পাকা হয়ে গিয়েছে ফিনল্যান্ডের মাসুদ আবদুল আজিজের নাম।

পুরনো খবর:
পথে নেমে এ ভাবেই প্রতিবাদ আইপিএলে
বেটিং কেলেঙ্কারির। রবিবার। ছবি: সুমন বল্লভ




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.