টুকরো খবর |
ফেডেরারের সামনে সোমদেব
সংবাদসংস্থা • প্যারিস |
ফরাসি ওপেনের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে নিজের-নিজের স্প্যানিশ কোয়ালিফায়ারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক ১৭ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেডেরার এবং ভারতের সোমদেব দেববর্মন। রবিবার রোলাঁ গারোয় ফেডেরার ৬-২, ৬-২, ৬-৩ পাবলো বুস্তা-কে হারানোর কিছুক্ষণের মধ্যে সোমদেব ৬-৩, ৬-৩, ৭-৫ জেতেন ৩১ বছর বয়সি বাঁহাতি ড্যানিয়েল নাভার বিরুদ্ধে। ফরাসি ওপেনে তিন বারে (২০১০, ’১১ ও ’১৩) এই প্রথম ম্যাচ জিতলেন সোমদেব। ফেডেরারের মুখোমুখি সোমদেব এক বারই হয়েছেন, ২০১১ দুবাইয়ে। টেনিসের ‘ফ্যাব ফোরে’র বিরুদ্ধে সোমদেব এ বছরও খেলেছেন। জকোভিচের বিপক্ষে মায়ামি মাস্টার্সে। মেয়েদের সিঙ্গলসে সেরেনা উইলিয়ামস অভিযান শুরু করলেন নিজস্ব মেজাজে। আনা তাতিসভিলিকে ৬-০, ৬-১ উড়িয়ে। স্থানীয় ফরাসি গিলেস সিমোনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ২-০ সেটে এগিয়েও পাঁচ সেটে হেরেছেন বর্ষীয়ান অস্ট্রেলীয় তারকা লেটন হিউইট। ডাবলসে চতুর্থ বাছাই ভূপতি-বোপান্না ও নবম বাছাই পেজ-মেলজার একই অর্ধে। সম্ভাব্য লড়াই কোয়ার্টার ফাইনালে। মেয়েদের ডাবলসে সানিয়া-বেথানি জুটি সপ্তম বাছাই।
|
ঘুচায় অন্ধকার... |
|
আইপিএল ফাইনাল শুরুর আগে আতসবাজির প্রদর্শনী। রয়েছেন চেন্নাই সুপার
কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার, ইডেন গার্ডেন্সে। ছবি: উৎপল সরকার |
|
মেহতাবদের কোচ হচ্ছেন ফালোপাই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছিয়াশি বিশ্বকাপে ব্রাজিলের সহকারী কোচ মার্কোস ফালোপা-ই হতে চলেছেন মেহতাবদের নতুন কোচ। আজ লাল-হলুদের সভাতেও একমাত্র ফালোপার নাম নিয়েই আলোচনা হবে। যা পরিস্থিতি তাতে ফালোপার নামের পাশে শুধু সিলমোহর পড়ার অপেক্ষা। রবিবার ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলে দিলেন, “একমাত্র ফালোপাকে নিয়েই এ দিন আমাদের আলোচনা হবে। অন্য কোনও কোচকে নিয়ে নয়। সব ঠিক থাকলে ওকেই চূড়ান্ত করে ফেলা হবে।”এ দিকে, মহমেডানের কোচ হিসাবে প্রায় পাকা হয়ে গিয়েছে ফিনল্যান্ডের মাসুদ আবদুল আজিজের নাম।
|
পুরনো খবর: ইস্টবেঙ্গল কোচের দৌড়ে এগিয়ে ব্রাজিলের ফেলোপা
|
|
পথে নেমে এ ভাবেই প্রতিবাদ আইপিএলে
বেটিং কেলেঙ্কারির। রবিবার। ছবি: সুমন বল্লভ |
|
|