সারদা গোষ্ঠীর রাইপুরের অন্যতম বড় এজেন্ট প্রসেনজিত্ সুরালকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে রাইপুর থেকে তাঁকে ধরা হয় বলে পুলিশের দাবি। এসডিপিও (খাতড়া) কল্যাণ সিংহ রায় বলেন, “সারদার এক এজেন্টের অভিযোগে প্রসেনজিত্ সুরালকে ধরা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে জেরা করা হবে।” ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার প্রসেনজিতের স্ত্রী ও মাকে গ্রেফতার করেছে। শনিবার রাইপুরে সারদার অফিসের তালা ভেঙে পুলিশ নানা নথি বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, আজ সোমবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হবে। ওই অর্থলগ্নি সংস্থার রাইপুরের শাখা ম্যানেজার এখনও পলাতক। তাঁকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। এ দিনই সারদার বাঁকুড়া শহরের নতুনচটি এলাকার অফিসে হানা দিয়ে পুলিশ একটি অ্যাম্বুল্যান্স-সহ আরও একটি গাড়ি, দু’টি এসি মেশিন, চারটি কম্পিউটার, নথিপত্র বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, সারদা গোষ্ঠীর কিছু এজেন্ট সম্প্রতি সারদার নতুনচটি অফিসেরই কর্মী সূর্যকান্ত রজকের বিরুদ্ধে কয়েকজন ভুয়ো আমানতকারীর নাম নথিভুক্ত করার অভিযোগ জানান। শুক্রবার রাতে সূর্যকান্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজত হয়। |
পুরনো খবর: ধৃত দুই এজেন্ট
|
কোন্দল মিটিয়ে ব্লক সভাপতিদের সবর্সম্মত প্রার্থী তালিকা তৈরি করার নির্দেশ দিলেন পুরুলিয়ার তৃণমূল জেলা নেতৃত্ব। পঞ্চায়েত ভোট নিয়ে রবিবার পুরুলিয়ায় জেলা কমিটির বৈঠকে এই বার্তা দেওয়া হয়। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও শনিবার দুর্গাপুর ও চুঁচুড়ায় একই নির্দেশ দিয়েছেন। জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বলেন, “সিপিএমকে হারানোর জন্য কোন্দলের ঊর্দ্ধে উঠে প্রার্থী তালিকা তৈরি করতে হবে। সব ব্লক সভাপতিদের এই নির্দেশ দিয়েছে। কোথাও সমস্যা হলে জেলা নেতৃত্ব হস্তক্ষেপ করবে।”
|
ব্যাঙ্কের শাখা সরানোর দাবিকে ঘিরে ক্ষোভ ছড়িয়েছে ইঁদপুর ব্লকের আড়ালডিহি গ্রামে। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় শুক্রবার তাঁরা ধর্নায় বসেন। বাসিন্দাদের দাবি, প্রায় ৩০ বছর ধরে ব্রজরাজপুর পঞ্চায়েতের ৫০টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ ওই ব্যাঙ্কের উপরে নির্ভরশীল। ২৬ এপ্রিল ওই ব্যাঙ্কে ডাকাতি হয়। সম্প্রতি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই শাখা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ায় প্রতিবাদে নামেন তাঁরা। ব্যাঙ্কের শাখা ম্যানেজার দেবাশিস ব্রহ্মচারি জানিয়েছেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। |