টুকরো খবর |
মালগাড়িতে আগুন পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কয়লা বোঝাই মালগাড়ির একটি কামরায় আগুন লাগল। যদিও রেলকর্মী ও দমকলের তত্পরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেল সূত্রের খবর, মালগাড়িটি ওড়িশার বিলাসপুর থেকে আদ্রা-চান্ডিল শাখা হয়ে দুর্গাপুর যাচ্ছিল। বৃহস্পতিবার ভোরে বিরামডি স্টেশনে রেলকর্মীদের নজরে আসে, একটি কামরা থেকে ধোঁয়া বেরোচ্ছে। পুরুলিয়ার স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার জানান, ওই স্টেশনের কর্মীরা আদ্রা কন্ট্রোলে খবর দেন। আদ্রা থেকে পুরুলিয়ায় খবর আসে। পুরুলিয়ায় দমকল তৈরি রাখা হয়। সকাল সাতটা নাগাদ মালগাড়িটি পুরুলিয়ায় পৌঁছয়। পুরুলিয়া দমকল কেন্দ্রের ওসি সুদীপ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগুনের শিখা না দেখা গেলেও গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল। নীচের দিকে আগুন ছিল। একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। ঘণ্টা দুয়েক পরে কয়লা বোঝাই মালগাড়িটি গন্তব্যের দিকে রওনা দেয়।
|
দুর্ঘটনায় মৃত্যু দু’জনের
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
দু’টি পৃথক দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পুরুলিয়া স্টেশনে। রেলপুলিশ সূত্রের খবর, এ দিন টাটানগর-দানাপুর ডাউন ট্রেনে উঠতে গিয়ে বছর ষাটেকের এক অজ্ঞাতপরিচয় মহিলা পা পিছলে ট্রেনের লাইনে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দিনই ভোরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে পাড়া থানা এলাকার ঝাঁপড়ার কাছে রাস্তা পেরোনোর সময় চিতু রাণা (৪৫) নামে এক মহিলা লরির চাকায় পিষ্ট হয়ে মারা যান। তিনি ঝাঁপড়া গ্রামেরই বাসিন্দা।
|
ধৃত দুই এজেন্ট
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
টাকা নেওয়ার পরেও সারদার শংসাপত্র না দেওয়ার অভিযোগে রাইপুর থেকে ওই অর্থলগ্নি সংস্থার দুই মহিলা এজেন্টকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই দুই মহিলা এজেন্ট-সহ চার জনের নামে বৃহস্পতিবার ওই সংস্থার এক এজেন্ট অভিযোগ করেছেন। |
|