|
|
|
|
বসন্ত সুস্থ হচ্ছেন, বেসক্যাম্পে নামানো হল দেবাশিসকে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
যাবতীয় উদ্বেগ কাটিয়ে বসন্ত সিংহরায় ও দেবাশিস বিশ্বাসের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। ধৌলাগিরি অভিযানে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন তাঁরা। বসন্তবাবুর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শরীর দুর্বল থাকলেও আপাতত তিনি বিপন্মুক্ত। দেবাশিসবাবুকেও বেসক্যাম্পে নামিয়ে আনা গিয়েছে। তাঁকে সেখান থেকে কাঠমান্ডুতে নিয়ে যাওয়ার কথা। বেসক্যাম্পে নামিয়ে আনা হয়েছে ওই অভিযানে তাঁদের আর এক সঙ্গী মলয় মুখোপাধ্যায়কেও।
ধৌলাগিরি অভিযানে গিয়ে চতুর্থ শিবির থেকে শৃঙ্গ আরোহণের শেষ পর্বে পায়ে গুরুতর চোট নিয়ে ক্যাম্পে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন দেবাশিসবাবু। ফ্রস্ট বাইট ও স্নো ব্লাইন্ডনেসেও আক্রান্ত হন তিনি। সঙ্গী পাসাং শেরপাকে নিয়ে একাই শৃঙ্গের দিকে এগিয়ে যান বসন্তবাবু। কিন্তু যাত্রা শৃঙ্গ থেকে মাত্র একশো মিটার দূরে তুষার ঝড়ের মুখে পড়েন। এরই মধ্যে তাঁর সঙ্গে সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার তাঁকে উদ্ধার করে শনিবার কাঠমান্ডু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
বসন্ত ও দেবাশিস |
শনিবার দুপুরে কাঠমান্ডুতে উড়ে গিয়েছিলেন দেবাশিসবাবুর স্ত্রী মুক্তিদেবী ও মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর বা ম্যাক-এর দুই সদস্য অসীম মণ্ডল ও সৌরভসিঞ্চন মণ্ডল। চিকিৎসকেরা বসন্তবাবুর সঙ্গে তাঁদের দেখা করতে দিলেও বিশেষ কথাবার্তা বলতে দেননি। ম্যাক-এর সহ সভাপতি অশোক রায় বলেন, “বসন্তর শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। তবে শরীর অসম্ভব দুর্বল।”
কলকাতা থেকে ফোনে স্বামীর সঙ্গে অল্প কিছু ক্ষণই কথা বলতে পেরেছেন বসন্তবাবুর স্ত্রী শ্রীতিদেবীও। তিনি বলেন, “যেটুকু কথা হয়েছে, তাতেই অভিযান শেষ করতে না পারার আক্ষেপ ঝরে পড়ছিল।” এই দুর্ঘটনার পরেও কি বসন্তবাবুকে আবার পর্বতারোহণে যেতে দেবেন? শ্রীতিদেবী বলেন, “পর্বত ওর প্রথম প্রেম। তার কাছ থেকে কি কোনও ভাবে জোর করে সরিয়ে আনা যায়! আর পাহাড়ে উঠবে কি না, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ওরই।”
শ্রীতিদেবী জানান, দুর্ঘটনার আগে বুধবার সকালেও স্যাটেলাইট ফোনে স্বামীর সঙ্গে এক বার কথা হয়েছিল তাঁর। তিনি বলেন, “তখন আমায় বলেছিলেন, ওই দিন সন্ধ্যায় তৃতীয় শিবির থেকেই শৃঙ্গ আরোহণের শেষ পর্বের যাত্রা শুরু করবেন। পরে হয়ত কোনও কারণে চতুর্থ শিবির তৈরির সিদ্ধান্ত নেন তাঁরা।”
|
পুরনো খবর: কাঠমান্ডু হাসপাতালে বসন্ত, বেসক্যাম্পে দেবাশিস |
|
|
|
|
|