জন্মসূত্রে তিনি জার্মান। কিন্তু শৈশবটা কাটে ছবির মতো সুন্দর মোনাকোয়। এক দিন যে রাজপথ পেরিয়ে, যে টানেলের ভিতর দিয়ে স্কুলে যেতেন, বরিবার সেই পথই তাঁকে এনে দিল জীবনের দ্বিতীয় ফর্মুলা ওয়ান ট্রফি। মোনাকোর স্ট্রিট-সার্কিটে মার্সিডিজের হয়ে নিজের দ্বিতীয় ফর্মুলা ওয়ান রেস জিতলেন নিকো রোজবার্গ। গত বছরের চিনা গ্রাঁ প্রি-র পরে আরও এক বার। তবে সাতাশের তরুণের কাছে এ দিনের জয়টার অন্য মাত্রা ছিল। তিরিশ বছর আগে রোজবার্গের বাবা, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কেকে রোজবার্গ এই মোনাকোতেই জিতেছিলেন নিজের দ্বিতীয় ফর্মুলা ওয়ান রেস। তিরিশ বছর পরে বাবার সেই কীর্তি রোজবার্গ এ দিন শুধু স্পর্শই করলেন না। ফর্মুলা ওয়ানে নতুন নজিরও গড়ে ফেললেন। এর আগে কখনও কোনও বাবা ছেলের জুটি এ ভাবে একই রেসে জিতে দেখাতে পারেনি!
পোডিয়ামে ট্রফি হাতে মোনাকোর রাজপরিবারের সঙ্গে রোজবার্গ। ছবি: এএফপি
নিকোর জয়ের দিন মোনাকোয় নিজেদের সেরা ফল করল সহারা ফোর্স ইন্ডিয়াও। তিনটি বড় দুর্ঘটনার জেরে চলতি মরসুমে ফর্মুলা ওয়ানে প্রথম সেফ্টি কার নামা ও লালা ফ্ল্যাগের ঘটনার মধ্যেও ভারতীয় দলের দুই চালক দারুণ চালালেন। মোনাকোর সরু রাস্তায় ওভারটেক করা কঠিনএই চালু ধারণাটা একেবারে ভেঙে দিয়ে আদ্রিয়ান সুটিল জেনসন বাটন, ফের্নান্দো আলোনসোর মতো দু’দ’জন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে তো পিছনে ফেললেনই। আরও কয়েকটা তারিফ কুড়োনো ওভারটেকিংয়ে রেস শেষ করলেন পঞ্চম স্থানে। দ্বিতীয় সেবাস্তিয়ান ভেটেল, তৃতীয় মার্ক ওয়েবার এবং চতুর্থ লুইস হ্যামিল্টনের ঠিক পিছনে। অন্য দিকে গ্রিডের পিছন থেকে শুরু করা সত্ত্বেও ভারতীয় দলের অপর চালক পল ডি রেস্টা নবম স্থানে শেষ করে দলকে এনে দিলেন দুই পয়েন্ট। সব মিলিয়ে মোনাকো থেকে আট পয়েন্ট নিয়ে খুশি মনেই ফিরছে ফোর্স ইন্ডিয়া।
তবে রবিবাসরীয় মোনাকোয় মরসুমের এ পর্যন্ত সব থেকে বিপজ্জনক রেসটা দেখা গেল। যেখানে প্রথমে ফিলিপে মাসা তিরিশ নম্বর ল্যাপে ঠিক সেই বাঁকের মুখেই গিয়ে দেওয়ালে ধাক্কা মেরে রেস থেকে ছিটকে গেলেন, যেখানে গতকাল যোগ্যতা পর্বেও ধাক্কা মেরেছিল তাঁর গাড়ি। গতকালই ঘাড়ে গুরুতর চোট পেয়েছিলেন। এ দিন সেই চোট আরও বেড়ে যায়। প্রসঙ্গত, বছর কয়েক আগে এক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ব্রাজিলীয় চালক। তবে মাসা-কাণ্ডের পরে ষোলো ল্যাপের মধ্যেই আবার দুর্ঘটনা ঘটে। যাতে চুরমার হয়ে যায় উইলিয়ামসের পাস্তর মালদোনাদোর গাড়ি। চালক অবশ্য রক্ষা পেয়ে যান। বাষট্টিতম ল্যাপে আরও একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় আরও দু’টি গাড়ি।
তবে সব ছাপিয়ে ছিল রোজবার্গের রেস জয়। এবং বিতর্ক। যেখানে মার্সিডিজের বিরুদ্ধে নিয়ম ভেঙে মরসুমের মধ্যে চাকা নিয়ে পরীক্ষানিরীক্ষা চালানোর অভিযোগ তুলল রেড বুল। চ্যাম্পিয়ন টিমের অভিযোগ খতিয়ে দেখছে ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষ।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.