|
|
|
|
ছত্তীসগঢ়ে হামলার জের, সরব কংগ্রেস |
জঙ্গলমহলে বাড়তি নিরাপত্তার দাবি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছত্তীসগঢ়ে কংগ্রেসের মিছিলে মাওবাদী হামলার প্রেক্ষিতে এ রাজ্যের জঙ্গলমহলেও কড়া নিরাপত্তা দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করেন, মাওবাদীশূন্য ‘জঙ্গলমহল হাসছে’। কংগ্রেস নেতৃত্ব কিন্তু তা মানতে নারাজ। মানসবাবু বলেন, “ছত্তীসগঢ়ের ঘটনার পর আমরা উদ্বিগ্ন। কারণ, বিজেপি শাসিত রাজ্যেও আক্রমণের নিশানা কংগ্রেসে। এ রাজ্যের জঙ্গলমহলেও যদি মাওবাদীদের অস্তিত্ব না থাকে, তাহলে জঙ্গলমহলে এখনও কেন্দ্রীয় বাহিনী কেন?” আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহলের তিন জেলা ছাড়াও পূর্ব মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েমের দাবি জানান তিনি। মানসবাবুর কথায়, “প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছেও এই দাবি জানানো হবে।” |
|
কংগ্রেসের প্রতিবাদ মেদিনীপুরে।—নিজস্ব চিত্র। |
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস এক বৈঠক ডেকেছিল। ডাকা হয়েছিল জেলার সব ব্লক সভাপতিকে। মানসবাবু ছাড়াও ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দুবে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মানসবাবু বলেন, “সশস্ত্র মাওবাদীরা আছে। সিপিএমের হাতেও অস্ত্র রয়েছে। শাসকদলের দাপাদাপি চলছে। কী ভাবে নির্বিঘ্নে নির্বাচন সম্ভব? বিশেষত, ছত্তীসগঢ়ের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করাতে হবে।”
এ দিন বৈঠকে দলের জেলা নেতৃত্বকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি করতে বলেন মানসবাবু। জেলা জঙ্গলমহলে ইতিমধ্যেই ঝাড়খণ্ডী ও আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের জোটের সিদ্ধান্ত হয়েছে। এই সব দলগুলিকে নিয়ে আগামী মঙ্গলবার ঝাড়গ্রামে বৈঠক হবে বলে এ দিন মানসবাবু জানান।
রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী আরও জানিয়েছেন, ভোটের প্রচারে তুলে ধরা হবে তৃণমূল সরকার যে সব কাজের কৃতিত্ব দাবি করছে, সেগুলি সবই কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আর অধিকাংশ প্রকল্পের হালই বেশ খারাপ। মানসবাবু বলেন, “একশো দিনের প্রকল্পে শয়ে শয়ে কোটি টাকা পেয়েছে জেলা। অথচ, রাজ্যে কাজ পাওয়ার গড় ৩৩.৬৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও টাকা পড়ে থাকছে, কাজ হচ্ছে না। উল্টে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে অপপ্রচার করা হচ্ছে।” নির্বাচনী পুস্তিতায় এ সব কথাই তুলে ধরা হবে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। |
পুরনো খবর: ছত্তীসগঢ়ে খতম সালওয়া জুড়ুমের হোতা, জখম বিদ্যাচরণ |
|
|
|
|
|