ফের বড় চুরির ঘটনা ঘটল হাওড়ায়। এ বার শিবপুরের ব্যাতাইতলায়। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ব্যাতাইতলার একটি ফ্ল্যাট থেকে দুষ্কৃতীরা প্রায় ৪০ ভরি সোনার গয়না, সাত হাজার টাকা এবং একটি মোবাইল লুঠ করে পালায়। সে সময়ে ফ্ল্যাটে কেউ ছিলেন না। গত শুক্রবার রাতেও কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা শিবপুরের কাসুন্দিয়া সেকেন্ড বাই লেনের একটি বাড়িতে ঢুকে ফ্রিজ, টিভি ছাড়া লুঠ করেছিল রান্নার গ্যাসের দু’টি সিলিন্ডার, ওভেন, বাসনপত্র এমনকী জামাকাপড়ও। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পুলিশি ভূমিকা নিয়ে।
পুলিশ জানায়, ব্যাতাইতলার ওই ফ্ল্যাটটির কর্তা সুকেশ মুখোপাধ্যায় শনিবার সন্ধ্যায় স্ত্রী এবং ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। |
সেই সুযোগে দুষ্কৃতীরা তিন তলায় উঠে কোল্যাপসিব্ল গেট এবং দরজা ভেঙে ঘরে ঢোকে। আলমারির তালা কেটে টাকা-গয়না এবং মোবাইল হাতিয়ে পালায়। রাত সাড়ে ১০টা নাগাদ সুকেশবাবু ফিরে দেখেন, ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। আলমারি খোলা। লকারে রাখা গয়না এবং টাকা উধাও। সুকেশবাবু জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যাঙ্ক থেকে তিনি ওই গয়নাগুলি এনে রেখেছিলেন।
পুলিশের অনুমান, এই ঘটনায় ওই পরিবারের পরিচিত কেউ জড়িত। পুলিশের বক্তব্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য গয়না ঘরে এনে রাখার কথা পরিবারের অপরিচিত কারওর জানা সম্ভব নয়। তাই বাড়ির পরিচারক থেকে শুরু করে সুকেশবাবুর ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত রয়েছে, এমন ব্যক্তিদেরও জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে। |