আগুনে পুড়ে গেল একটি বাড়ির দোতলায় এক ভাড়াটে পরিবারের ঘর। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। তবে কেউ হতাহত না হলেও টাকাকড়ি, সোনা-রুপোর গয়না-সহ সব জিনিসপত্র পুড়ে গিয়েছে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, দমকল আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি। সে কারণে এই অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১৩৯/২ স্বামী বিবেকানন্দ রোডের ওই বাড়িটি স্বপন দত্ত নামে এক ব্যবসায়ীর। তিনি একটি মণিহারি দোকান চালান। ওই বাড়ির দোতলার একটি ঘরে এক দশকেরও বেশি সময় ধরে ভাড়া থাকেন পেশায় হিন্দু সৎকার সমিতির গাড়ির চালক শঙ্কর পাছাল। তাঁর স্ত্রী মালাদেবী মেয়েকে নিয়ে হাওড়ার নরসিংহ দত্ত রোডে বাপের বাড়িতে থাকেন। |
শঙ্করবাবু পুলিশে অভিযোগ দায়ের করেছেন, প্রোমোটিং-এর জন্য ছক কষে তাঁর ঘরে আগুন লাগানো হয়েছে। তাঁর অভিযোগ, ঘর খালি করার জন্য বাড়ির মালিক অনেক দিন ধরেই নানা ভাবে চাপ সৃষ্টি করছিলেন। বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জলের লাইনও।
যদিও বাড়ির মালিক স্বপন দত্ত পাল্টা অভিযোগ করেছেন, “আমাকে ফাঁসানোর জন্য ওরা নিজেরাই আগুন লাগিয়েছে।”
কিন্তু পুলিশ এখনও স্বপনবাবুর অভিযোগ নেয়নি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুড়ে যাওয়া জিনিসপত্র নিয়ে সপরিবার শিবপুর থানার সামনে ধর্না-বিক্ষোভ করেন শঙ্করবাবু। তিনি জানিয়েছেন, প্রতিদিনের মতো রবিবার ভোরেও তিনি কাজে বেরিয়েছিলেন। ঘরে আগুন লাগার কথা ফোন করে তাঁকে জানানো হয়। |