সরকারি চাল-গম পাচারের অভিযোগে এক রেশন ডিলার-সহ তিন জনকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। রবিবার দুপুরে ভ্যানে করে চালগম পাচার করার সময় তাঁরা বমাল ধরা পড়েন বলে তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি। ধৃত ডিলারের নাম দীপক মণ্ডল। অন্য দু’জনের নাম অম্বুজ মল্লিক এবং চন্দন দাস। সকলেরই বাড়ি ভদ্রকালীতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়ার দেশবন্ধু পার্কে দীপকবাবুর রেশন দোকান। এ দিন দুপুর ১২টা নাগাদ ওই দোকান থেকে একটি ভ্যানে ৩ বস্তা গম এবং ২ বস্তা চাল অন্যত্র নিয়ে যাওয়ার তোড়জোড় চলছিল। স্থানীয় কিছু লোক তাতে বাধা দেন। খবর যায় উত্তরপাড়া থানার আইসি প্রিয়ব্রত বক্সির কাছে। পুলিশ এসে বস্তাগুলি আটক করে। রামকুমার মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা পুলিশের কাছে বেআইনি ভাবে চালগম পাচারের লিখিত অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তিন জনকে গ্রেফতার করে। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, আটক হওয়া প্রত্যেকটি বস্তাতেই ভারতীয় খাদ্য নিগমের স্ট্যাম্প রয়েছে। গোটা বিষয়টি পুলিশের তরফে শ্রীরামপুরের মহকুমাশাসক এবং মহকুমা খাদ্য সরবরাহ দফতরের কন্ট্রোলারকে জানানো হয়েছে। আজ, সোমবার ধৃতদের আদালতে হাজির করানো হবে।
পুলিশের বক্তব্য, এ দিনের ঘটনা থেকেই পরিষ্কার, খাদ্যদ্রব্য পাচারের এক বা একাধিক চক্র সক্রিয় রয়েছে। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওই চালগম ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে। এর মধ্যে সংশ্লিষ্ট সরকারি দফতরের কেউ জড়িত আছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।” বছর দু’য়েক আগে শ্রীরামপুরে একটি বাড়ি থেকে সরকারি স্ট্যাম্প মারা প্রচুর পরিমাণ চাল-গম উদ্ধার করেছিল পুলিশ। প্রশাসনের প্রাথমিক তদন্তে উঠে এসেছিল, সরকারি গুদাম থেকেই ওই সমস্ত খাদ্যদ্রব্য পাচার হচ্ছিল। এর পরে অবশ্য তদন্ত বিশেষ এগোয়নি। |