বেলা বেড়ে গেলেও ছেলে-বউমা ঘরের দরজা না খোলায় সন্দেহ হয়েছিল প্রৌঢ় হাজরা মণ্ডলের। প্রতিবেশীদের ডেকে আনেন তিনি। অনেক ধাক্কাধাক্কিতে দরজা না খোলায় প্রতিবেশীরা দরজা ভেঙে দেখেন হাজরাবাবুর ছেলে গুপী মণ্ডলের (২৮) দেহ ঝুলছে সিলিং থেকে। মাটিতে শুয়ে কাতরাচ্ছেন বউমা বন্দনাদেবী (২৪) এবং চার বছরের নাতি রাজু। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার কালিকাপুরের ভাটা গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ছেলে-বউকে বিষ খাইয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন গুপীবাবু। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রাজুর। বন্দনাদেবীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, গুপী ও বন্দনার একমাত্র ছেলে রাজু থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল বলে হাজরাবাবু পুলিশকে জানান। অভাবের সংসারে এ নিয়ে অশান্তি লেগে থাকত। গত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল বলেও তদন্তে জেনেছে পুলিশ। তার জেরেই গুপীবাবু এমনটা করেছেন বলে পুলিশের অনুমান। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।
|
দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল হাওড়ার কাসুন্দিয়া সেকেন্ড বাই লেনে। পুলিশ সূত্রে খবর, চোরের দল ফাঁকা বাড়ি পেয়ে শুধু সর্বস্ব চুরিই করেনি, ঘরের দেওয়ালে গুটখার পিক ফেলে, শৌচাগারে মলত্যাগ করে যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায়, স্বামীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন কেয়া দত্ত। কয়েক বছর আগে ছেলে শৌভিক চাকরি সূত্রে মোগলসরাই যান। ১৫ এপ্রিল কেয়াদেবী সেখানেই বেড়াতে যান। শনিবার মা ও ছেলে ফিরে দেখেন, বাড়ির তালা ভেঙে চুরি গিয়েছে ফ্রিজ, রঙিন টিভি, ডিভিডি, দু’টি ভর্তি সিলিন্ডার, ওভেন-সহ রান্নার জিনিসপত্র ও জামাকাপড়। পাশের বাড়ির লোক যাতে বেরোতে না পারেন তাই তাঁদের বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়া হয়। পুলিশের অনুমান, চিলেকোঠার অ্যাসবেস্টস ভেঙে বাড়িতে ঢুকে বাইরের দরজার তালা ভিতর থেকে খুলে গাড়িতে করে মালপত্র নিয়ে পালায় চোরেরা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
|
দিন-দুপুরে এক ব্যবসায়ীর কর্মীদের থেকে টাকার ব্যাগ ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার, খড়দহের ডাঙাপাড়ায়। পুলিশ জানায়, অভিজিৎ দাস নামে এক ব্যবসায়ীর দুই কর্মচারী প্রসেনজিৎ পাল ও রঞ্জিত মল্লিক এ দিন পাওনাদারদের থেকে সংগ্রহ করা টাকা নিয়ে মোটরবাইকে অফিসের দিকে যাচ্ছিলেন। ডাঙাপাড়া ও রহড়া বাজারের কাছে পথ আটকায় তিন দুষ্কৃতী। তাঁদের দাবি, দুষ্কৃতীদের মাথায় হেলমেট পরা থাকায় মুখ দেখা যায়নি। ব্যবসায়ীর দাবি, এক লক্ষ ষাট হাজার টাকা খোয়া গিয়েছে তাঁর। বেলঘরিয়ার এডিসি বিশ্বজিত ঘোষ বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে পালিয়েছে। তল্লাশি চলছে।’’
|
বিদ্যুত্ দফতরের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করলেন শাসক দলের বিধায়ক। শনিবার ব্যারাকপুরের এইচআরএস ভবনে রাজ্য বিদ্যুত্ বন্টন কোম্পানির তরফে গ্রাহক পরিষেবা মেলার আয়োজন করা হয়। সেখানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত বলেন, ‘‘বিদ্যুত্ বন্টন কোম্পানির উচিত জনসংযোগ বাড়ানো। সাধারণ মানুষ বিদ্যুত্ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে আধিকারিকেরা অনেক সময় দুর্ব্যবহার করছেন।” এ দিন ব্যারাকপুর ডিভিশনে দশটি গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে বলেও ঘোষণা করা হয়।
|
শাবলের ঘায়ে খুন হলেন এক মহিলা। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বড় ঘোড়াদলের ঘটনা। নিহতের নাম রেখা সর্দার (৪০)। |