|
|
|
|
নেতাই মামলা |
১০ সিপিএম নেতা-কর্মীর জামিন খারিজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নেতাই মামলায় ধৃত অশ্বিনী চালক, শুভেন্দু মণ্ডল, নবগোপাল সানকি-সহ ১০ জন সিপিএম নেতা-কর্মীর জামিনের আবেদন খারিজ করল মেদিনীপুর আদালত। মামলাটি চলছে মেদিনীপুরের বিশেষ জেলা ও দায়রা আদালতের বিচারক পার্থপ্রতিম দাসের এজলাসে। শুক্রবার এই মামলার দিন নির্দিষ্ট ছিল। অভিযুক্তপক্ষের আইনজীবী চণ্ডীচরণ মহাপাত্র জামিনের আবেদন জানান। অন্য দিকে, জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী পার্থ তপস্বী। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৬ জুন।
২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে সিপিএমের সশস্ত্র শিবির থেকে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিতে ৪ মহিলা-সহ ৯ জন নিরীহ গ্রামবাসীর নিহত হন। আহত হন অন্তত ২৮ জন। ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে নেমে ২০ জন সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট দেয় সিবিআই। এঁদের মধ্যে ১২ জন গ্রেফতার হয়েছেন। বাকি ৮ জনই ‘ফেরার’। এই তালিকায় নাম রয়েছে সিপিএমের বিনপুর (লালগড়) জোনাল কমিটির সম্পাদক অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডে, চণ্ডী করণ ও জয়দেব গিরি’র। এছাড়া রয়েছে খলিলউদ্দিন, তপন দে, জেলা পরিষদের প্রাক্তন সদস্য ফুল্লরা মণ্ডল, রথীন দণ্ডপাটের নাম। এই রথীন দণ্ডপাটের বাড়িতেই সিপিএমের সশস্ত্র শিবির ছিল
বলে অভিযোগ।
মেদিনীপুর আদালতে মামলার চার্জগঠনের পরই তার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তপক্ষ। তাদের বক্তব্য, এ ক্ষেত্রে ৩০২ ধারা থাকতে পারে না। এই সময়ের মধ্যে আবার মামলাটিও কলকাতার আদালতে স্থানান্তর হয়। পরে অবশ্য হাইকোর্ট নির্দেশ দেয়, মামলাটি মেদিনীপুর আদালতেই চলবে। পাশাপাশি, পুনরায় চার্জগঠন করতে হবে। শুক্রবার যাঁদের জামিনের আবেদন খারিজ হয়েছে, তাঁরা হাইকোর্টে জামিনের আবেদন করবেন বলে জানিয়েছেন।
|
পুরনো খবর: দুই অভিযুক্ত ‘নাবালক’, পিছোল নেতাই মামলা |
|
|
|
|
|