কমিশনে অভিযোগ ছাড়াল ৪০ হাজার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়িতে শ্যামল সেন কমিশনে অভিযোগের সংখ্যা ৪০ হাজার ছাড়াল। বৃহস্পতিবার বেলা ৩টে পর্যন্ত মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯১টি। এ দিন ৬ হাজার ৫৩৬টি অভিযোগ জমা পড়েছে। আবেদন জমা দিতে এসে এক জন অসুস্থ হয়ে পড়েন। চড়া রোদ উপেক্ষা করেই অভিযোগকারীদের লাইনে দাড়িয়ে থাকতে দেখা গিয়েছে এ দিনও। আগের দিন রাতে থেকেই কমিশনের অস্থায়ী শিবিরে রাত কাটিয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসা বাসিন্দারা। ভোর থেকে লাইনের সামনের দিকে দাঁড়িয়ে অভিযোগ জমা দিতে তত্পর হন তাঁরা। মাটিগাড়ার বেসন সুন্দরী সিংহ বুধবার রাতে শিবিরে ছিলেন। রাতের খাবার খেয়েছেন কমিশন চত্বরে গড়ে ওঠা অস্থায়ী হোটেলে। একই রকম পরিস্থিতি আলিপুরদুয়ারের অনিল দত্ত, বীরেশ বাগানিদের। বুধবার লাইনে গোলমালের জেরে পিছিয়ে পড়েছিলেন বালুরঘাটের বটুন থেকে আসা দীপক পাল। তাঁদের সঙ্গে থাকা জয়ন্তী পাহান এ দিন অসুস্থ হয়ে পড়েন। তিন দিন ধরে তারা শিবিরে রয়েছেন অভিযোগ জমা দিতে।
পুরনো খবর: সেন কমিশনে অভিযোগ দিতে উপচে পড়ছে ভিড়
|
বধূকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত ১৬
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
অন্তঃসত্ত্বাকে গাছে বেঁধে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী-সহ শ্বশুরবাড়ির ১৬ জনের বিরুদ্ধে। পুলিশ বধূকে উদ্ধার করে ভাটিবাড়ি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বিকালে শামুকতলার ভাটিবাড়ির মাছুয়াপাড়ার ঘটনা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। নির্যাতিতা ওই বধুর নাম পম্পা দাস। শামুকতলার ওসি প্রবীন প্রধান জানান, মহিলা স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ ১৬ জনের নামে অভিযোগ করেন। এক বছর আগে ভাটিবাড়ির পরিমল দাসের সঙ্গে পম্পাদেবীর বিয়ে হয়। এক মাস পরে পরিমলের সেনা বাহিনীতে চাকরি হয়। এর পরে থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁর উপর অত্যাচার শুরু হয়। তিনি জানিয়েছেন, বাবা মারা গিয়েছেন। মা দিনমজুরি করেন। টাকা দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার গাছে বেঁধে মারধর করা হয়। কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হয়।
|
নাবালিকার বিয়ে রুখল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোপন সূত্রে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ। বুধবার রাতে ১ নম্বর ওয়ার্ডের কুলিপাড়ার রাজেন্দ্রনগর এলাকার ঘটনা। কিন্তু মেয়েটির ১৮ বছর হয়নি, এই অভিযোগ পেয়েই প্রধাননগর থানার পুলিশ গিয়ে বিয়ে আটকে দেয়। তাঁদের মেয়ের ১৮ বছর হয়েছে বলে দাবি করেন পরিবারের লোকজন। এলাকার বাসিন্দাদের একাংশও পুলিশকে বাধা দেন। শেষ পর্যন্ত পুলিশ ও স্থানীয় কাউন্সিলর নিখিল সাহানির হস্তক্ষেপে বিয়ে স্থগিত হয়ে যায়। বরযাত্রী আসার আগেই মেয়ের বাড়িতে হাজির হয় প্রধাননগর থানার পুলিশ। নিখিলবাবু বলেন, “কিছুদিন অপেক্ষা করে আদালতের মাধ্যমে সঠিক বয়সের কাগজপত্র পাওয়ার পরে বিয়ে হবে।” আজ শুক্রবার মেয়েটিকে নিয়ে আদালতে নিয়ে যাওয়া হবে। মেয়েটি যে ওয়ার্ডের বাসিন্দা সেখানকার কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় পাঠক জানান, আদালতে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁরা সহযোগিতা করবেন।
|
২৭শে আদালতে হাজিরার নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
আলু-কাণ্ডে তিন অভিযুক্তকে ২৭ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক রাজীব সিংহ। মামলায় জামিনে মুক্ত থাকা অন্য দুই অভিযুক্ত গোবিন্দবাবুর স্ত্রী সবিতা রায় ও নবদিগন্ত সমবায়ের ম্যানেজার তাপস নন্দীকে ২৭ মে শুনানিতে আসার নির্দেশ দেন। সরকারি আইনজীবী মহম্মদ রফি জানান, সুনানি বিশেষ আদালতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী শুনানি জলপাইগুড়ি বিশেষ আদালতে স্থানান্তরিত হতে পারে। তাই ৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ এগিয়ে ২৭ মে করা হয়েছে।
পুরনো খবর: ফের জামিন নাকচ হল গোবিন্দ রায়ের
|
চেয়ারম্যানকে ঘেরাও সমিতির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কালিম্পং কেন্দ্রের বদলে ১০০ জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে শিবমন্দির বিএড কলেজে ভর্তি করতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি বলে অভিযোগ তুলল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার ওই অভিযোগ তুলে সমস্যা মেটানোর দাবিতে তারা শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান এবং স্কুল পরিদর্শককে বলা ৩টা থেকে দফতরে ঘেরাও করে রাখেন। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “সমস্যা নিয়ে কথা বলতে কলকাতায় যাচ্ছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এ ব্যাপারে কথা বলব।” উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবও এ দিন জানান, তিনিও সমস্যার ব্যাপারে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
|
প্রয়াত কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তারা রায়ের (৭০)। বুধবার রাতে তারাদেবীকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়। ২০০৫ সালে তিনি শহরের ১০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘদিনের কংগ্রেস নেত্রী তারা রায় কাউন্সিলর নির্বাচিত হয়েই চেয়ারম্যান পরিষদের সদস্যের দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান মোহন বসু বলেন, “অপূরণীয় ক্ষতি হয়ে গেল। জলপাইগুড়ি শহর একজন জননেত্রীকে হারাল।”
|
পানীয় জল নেই, অধিকাংশ বাসিন্দার রেশন কার্ড নেই, জব কার্ড থাকলেও কাজ মিলছে না। পশ্চিমবঙ্গ চা বাগান কর্মচারী ইউনিয়নের তরফে পাহাড়গুমিয়া বাগানের বাসিন্দারা সমস্যা মেটাতে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি দেন। সভাধিপতি পাসকেল মিন্জ বলেন, ‘‘নতুন সরকার আসার পর থেকে সজলধারা প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। আমরা দ্রুত জলের ব্যবস্থা করব।” |