টুকরো খবর
ফের জামিন নাকচ হল গোবিন্দ রায়ের
আলু কেলেঙ্কারিতে অভিযুক্ত গোবিন্দ রায়ের জামিনের আবেদন ফের খারিজ করল আদালত। মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের বিচারক বৃহস্পতিবার মামলাটির শুনানির নির্দেশ দেন। গত সোমবার আদালতে মামলার ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে পুলিশ। সরকারি আইনজীবী মহম্মদ রফি জানান, বিচারক চিরঞ্জীব ভট্টাচার্য গোবিন্দবাবুর জামিনের আবেদন খারিজ করে ফের ২৩ মে শুনানির দিন ঘোষণা করেছেন। গোবিন্দবাবুর আইনজীবী সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, আমরা ফের জামিনের আবেদন করব। মামলার তদন্তকারী অফিসার তপন আলো মিত্র বলেন, “গত ২৬ মার্চ গোবিন্দবাবু আদালতে আত্মসর্মপণ করেছিলেন। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ৫৫ দিনে মাথায় আদালতে চার্জশিট পেশ করা হয়েছে।” গত ২০১০ সালে আলুর ফলন বেশি হওয়ায় অত্যাবশকীয় পণ্য সরবরাহকারী দফতর কৃষকদের থেকে আলু কেনার সিদ্ধান্ত নেয়। সেইমত জলপাইগুড়ির নবদিগন্ত সমবায় সমিতিকে কৃষকদের থেকে আলু কেনার নিদের্শ দেওয়া হয়। ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দবাবুর স্ত্রী সবিতা রায় সেই সময় সমবায়ের চেয়ারপার্সন ছিলেন। ২০১২ সালে ফরওয়ার্ড ব্লক কর্মী অলোক রায় আলিপুরদুয়ার থানায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান গোবিন্দবাবু স্ত্রীর সমবায়কে কয়েক লক্ষ টাকা ঋ ণ পাইয়ে দেন। কৃষকদের থেকে আলু না কিনে ভুয়ো মাস্টার রোল তৈরি করা হয়। ঘটনার অভিযুক্ত সবিতাদেবী ও সমবায়ের ম্যানেজার তাপস নন্দী আগেই জামিন পেয়েছেন।

সংগ্রহশালায় পথ শিশুরা
বিশ্ব মিউজিয়াম দিবস উপলক্ষ্যে পথ শিশুদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্রেয় সংগ্রহশালা ঘুরিয়ে দেখালেন কর্তৃপক্ষ। মঙ্গলবার পথ শিশুদের নিয়ে কাজে যুক্ত নিউ জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শিশুদের এ দিন সংগ্রহশালা দেখানোর ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার অন্যতম আধিকারিক ফজলুর রহমান জানান, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফুটপাথে ঘুরে বেড়ান পথ শিশুদের সমাজের মূলস্রোতে ফেরাতে এই উদ্যোগ। সংগ্রহশালার বিভিন্ন জিনিস দেখিয়ে তাদের উৎসাহী করা হয়।

ভুয়ো পরিচয় দিয়ে ধৃত
ভুয়ো চিকিৎসক পরিচয় দিয়ে শংসাপত্র দেওয়ার অভিযোগে মঙ্গলবার এক ব্যক্তিকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম অমিত দাস। তিনি কলকাতার পানিহাটির বাসিন্দা। তাঁকে জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স এলাকা থেকে ধরা হয়। এ দিন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মী নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা হচ্ছিল। সেখানে অমিতবাবু নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে কয়েকজনকে ২০০ টাকার বিনিময়ে শংসাপত্র দেন বলে অভিযোগ। বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন।

স্মারকলিপি
কর্মচারীদের দাবি দাওয়া আদায়ে পুর কমিশনারকে স্মারকলিপি দিল তৃণমূল শ্রমিক সংগঠন নিয়ন্ত্রিত শিলিগুড়ি পুর কর্মচারী সমিতি। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার গেটের সামনে তারা সভা করেন। দাবির মধ্যে রয়েছে, মৃতের পোষ্যদের যাঁরা অস্থায়ী ভাবে কাজ করছেন তাদের স্থায়ীকরণ করা, অন্তত ১০ বছর ধরে যাঁরা অস্থায়ী ভাবে কাজ করছেন তাদের পুরো মাসের মজুরি দেওয়া, বিভিন্ন শূন্যপদ পূরণ প্রভৃতি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.