বাংলায় প্রশিক্ষণের ব্যবস্থা না-থাকা, একটি মাত্র হল ঘর এবং অন্যান্য ক্লাস থাকায় ৪ টি ‘শিফট’-এ ২ বছরের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব নয় বলে জানিয়ে দিল দার্জিলিঙের শ্রীরামকৃষ্ণ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সস্টিটিউট। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের অধ্যক্ষ সন্ধ্যা গুরুঙ্গ জানিয়ে দিয়েছেন, তাদের কেন্দ্রে নেপালি মাধ্যমেই প্রশিক্ষণ দেওয়া হয়। সমতলের বাংলা মাধ্যম স্কুলগুলির শিক্ষকদের প্রশিক্ষণ নিতে পাঠানো হলে ভাষাগত সমস্যা হবে। তা ছাড়া বাংলা মাধ্যমের প্রশিক্ষক এনে সেই কাজ করা সম্ভব নয়। তা ছাড়া কেন্দ্রের একটি মাত্র হল ঘরে দুটি ব্যাচে প্রশিক্ষণ করানো যেতে পারে। চারটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া যাবে না।
শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “দার্জিলিঙের শ্রীরামকৃষ্ণ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সস্টিটিউট কর্তৃপক্ষ তাদের সমস্যার কথা জানিয়েছিলেন। পর্ষদের তরফে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। সমস্যা মিটিয়ে ব্যবস্থা করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে।” সমতল থেকে যে সমস্ত প্রার্থীদের দার্জিলিঙে প্রশিক্ষণের জন্য যেতে বলা হয়েছে তাদের শিলিগুড়িতেই ব্যবস্থা করার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন।
এ দিন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি দেন তারা। সংগঠনের যুগ্ম আহ্বায়ক তপন কুণ্ডু, দীপেশ অধিকারী জানান, সমতলের শিক্ষকদের শিলিগুড়িতেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তা ছাড়া কালিম্পঙের কেন্দ্রে সমস্যার জন্য যে সমস্ত শিক্ষক, শিক্ষিকাদের শিলিগুড়ির শিবমন্দির বিএড কলেজে ভর্তির ব্যবস্থা করার কথা জানানো হয়েছে। অথচ মঙ্গলবারও তাঁদের ভর্তি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। দ্রুত তা করার দাবিও জানানো হয়েছে। |