টুকরো খবর |
দুর্ঘটনায় শববাহী লরি, মৃত ৩ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাবার মৃতদেহ দাহ করতে যাওয়ার পথে মেয়ে-সহ তিন জনের মৃত্যু হল। বুধবার, বজবজ-আমতলা রোডে দক্ষিণ বাওয়ালিতে। মৃতা মেয়ের নাম প্রতিমা চক্রবর্তী (৫২)। অন্যেরা শুক্লা বানু (৩২) ও দিব্যেন্দু শী (২৪)। আরও ১৫ জন যাত্রী জখম হন। পুলিশ জানায়, দীনবন্ধু চক্রবর্তী নামে এক ব্যক্তির দেহ নিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ বাওয়ালিতে দিন-রাত মাটি বোঝাই লরি চলে। রাস্তার পাশে মাটিকাটা হয়। কাঁচা মাটি রাস্তায় পড়ে বৃষ্টিতে পিছল হয়েছিল। তাই লরিটি নিয়ন্ত্রণ হারায় বলে মনে করা হচ্ছে। লরিটি আটক হয়েছে।
|
বাড়ি ভাঙচুর হাড়োয়ার গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠছে হাড়োয়া। কয়েকদিন আগেই ওই এলাকায় সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল তৃণমূল। এ বার সিপিএম সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার পূর্ব কালিকাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৭টা নাগাদ এলাকায় সিপিএম সমর্থক বলে পরিচিত সন্ধ্যা পাড়ুইয়ের বাড়িতে বোমা পড়ে। অভিযোগ, ভাঙচুর করা হয় ৮ থেকে ১০ জন সিপিএম সমর্থকের বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাড়োয়া থানার ওসি। স্থানীয় সিপিএম কর্মী তারকি পাড়ুইয়ের অভিযোগ, “তৃণমূল নেতা প্রদীপ পাড়ুইয়ের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী গ্রামে চড়াও হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।
|
রেজ্জাকের নেতৃত্বে বিক্ষোভ সিপিএমের |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
|
বক্তব্য রাখছেন ‘চাষির ব্যাটা’।—নিজস্ব চিত্র |
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে, আইন-শৃঙ্খলার উন্নতি চেয়ে থানায় স্মারকলিপি দিল সিপিএম। সিপিএম কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠ ভাবে করার দাবিও তুলেছে তারা। এ সব নিয়ে বৃহস্পতিবার জীবনতলা থানার সামনে বিক্ষোভ সভার আয়োজন করে সিপিএম। স্মারকলিপিও দেওয়া হয়। বৃহস্পতিবার প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার নেতৃত্বে প্রায় দু’হাজার সিপিএম সমর্থক এই কর্মসূচিতে সামিল হন। পুলিশ জানিয়েছে, দাবি খতিয়ে দেখা হচ্ছে।
|
বাজ পড়ে দুই জেলায় মৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাজ পড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হল ৫ জনের। মৃতদের নাম মন্টু গিরি (৫৫), দেবীধন নিয়াক (১৮), মাফিয়া বিবি (৩৫), মোশারফ গাজি (৫০) ও আনোয়ারা বিবি (৫৬)। ঘটনাগুলি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। পুলিশ জানায়, মন্টুবাবু ও দেবীধনের মৃত্যু হয়েছে সন্দেশখালিতে। মেছোভেড়ির আলাঘরে বাজ পড়ে মারা যান মন্টু। বয়ারমারি-কাছারিবাড়ি গ্রামের ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় দেবীধনের। মাফিয়া বিবি ও মোশারফের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ফলতার পশ্চিম দুর্গাপুর গ্রামে বাজ পরে মারা যান মাফিয়া। কুলপির উত্তর ভগবানপুর গ্রামে মৃত্যু হয় মোশারফের। হাড়োয়ার কুলুপুকুরে মারা যান আনোয়ারা।
|
বিষমদ কাণ্ডে সাক্ষী গরহাজির |
মগরাহাটের বিষমদ কাণ্ডে সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে হাজির হলেন না অভিযোগকারী। বৃহস্পতিবার আলিপুরে ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়েরা জজ পার্থসারথি চট্টোপাধ্যায়ের আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল অভিযোগকারী মুস্তাকিন লস্করের। আজ, শুক্রবার তাঁকে ফের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার পক্ষের আইনজীবী সর্বাণী রায়কে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলে আদালত। সাক্ষী না-এলেও নুর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশা, তাঁর স্ত্রী সাকিলা বিবি-সহ ১২ জন অভিযুক্ত এ দিন আদালতে হাজির ছিলেন। খইরুন্নেসা বেওয়া ছাড়া সব অভিযুক্তই জেল-হাজতে রয়েছেন। ২০১১ সালের ১৪ ডিসেম্বর উস্তি থানার সংগ্রামপুর, মন্দিরবাজার ও মগরাহাট এলাকায় বিষমদ পান করে মারা যান ১৭২ জন।
পুরনো খবর: চোলাইয়ের রমরমা বাড়ছে, রাজ্য কিন্তু সেই ‘রক্ষণশীল’
|
নিখোঁজ ছাত্রীর দেহ খালপাড়ে |
কুলপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামে বৃহস্পতিবার এক স্কুলছাত্রীর মাটি চাপা দেওয়া দেহ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক যুবককে। পুলিশের সন্দেহ, করঞ্জলি গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এ দিন সকালে মেয়েটিকে বাড়িতে একা রেখে বাজারে যান মা। ফিরে তিনি মেয়েকে দেখতে পাননি। দুপুরে হুগলি নদীর লাগোয়া খালের ধারে মাটি চাপা দেওয়া অবস্থায় মেয়ের খোঁজ মেলে। গ্রামবাসীরা জানান, মেয়েটির গলায় দড়ি জড়ানো ছিল। শরীরে পোশাক ছিল না বললেই চলে। |
|