তৃণমূলে যেতে পারেন মালদহের সভাধিপতি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানালেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি উজ্জ্বল চৌধুরী। বললেন, “ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।” তৃণমূল সূত্রের খবর, সব ঠিক থাকলে আজ, বৃহস্পতিবার উজ্জ্বলবাবু কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। সে খবর পৌঁছেছে কংগ্রেসের জেলা সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর কাছেও। তিনি বলেন, “উজ্জ্বলবাবু দল ছাড়তে চাইলে কী করব! অনেক ক্ষমতা দিয়েছিলাম ওঁকে। এখন বেশি ক্ষমতার লোভে হয়তো দল ছাড়ছেন।” কয়েক মাস আগেই মালদহের ইংরেজবাজারের কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু চৌধুরী দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী হয়েছেন। বিধানসভা থেকে পদত্যাগ করে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে তিনি ফের নির্বাচিতও হয়েছেন। এ বার পঞ্চায়েত ভোটের মুখে জেলা পরিষদের সভাধিপতিকেও দলে টানতে পেরে উৎফুল্ল তৃণমূল শিবির। কেন দলবদলের সিদ্ধান্ত, তা ব্যাখ্যা করে উজ্জ্বলবাবুর অভিযোগ, “গনি খান চৌধুরীর মৃত্যুর পরে তাঁর পরিবার আমাদের মতো নেতাদের গুরুত্ব দিতে চান না। গনি পরিবারের কয়েক জন পরিবারতন্ত্র কায়েম করেছেন। পরিবারতন্ত্রের প্রতিবাদে কংগ্রেস ছাড়তে বাধ্য হচ্ছি।”
|
সারদার চার কর্তাকে হাজিরা দিতে নির্দেশ
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সুদীপ্ত সেন-সহ সারদা গোষ্ঠীর ধৃত চার কর্তাকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে হাজিরার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বালুরঘাটের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দীপালি শ্রীবাস্তব সিংহ ওই নির্দেশ দেন। আগামী ২৮ মে তাঁদের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারই বালুরঘাট আদালতের এক কর্মীর মাধ্যমে কলকাতার দমদম সেন্ট্রাল জেল কর্তৃপক্ষের কাছে ওই নির্দেশ পাঠানো হয়েছে। সারদা গোষ্ঠীর কর্তাদের বিরুদ্ধে বালুরঘাটে এজেন্ট এবং আমানতকারীরা ৩০০ অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্ত সুদীপ্ত সেন-সহ কর্তাদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও জালিয়াতির চারটি মামলা রুজু করা হয়। সরকারি আইনজীবী দেবাশিস মজুমদার জানান, সারদা কান্ডে ধৃত সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, মনোজ নাগেল এবং অরবিন্দ সিংহ চৌহানকে আদালত আগামী ২৮ মে হাজির করার নির্দেশ দিয়েছেন।
|
ইসলামপুরে বিষ পান করে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার গোয়ালপোখরের মালকুন্ডায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম আব্বাস আলম (২২)। বাড়ি ওই এলাকায়। এদিন ওই যুবক বিষ খায়। ইসলামপুর মহকুমা হাসপাতাল তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। |