জিএনএলএফ ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতা খুশনারায়ণ সুব্বাকে মিছিল করে বাড়ি ফেরানোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গোর্খা জনমুক্তি মোর্চার একদল কর্মী-সমর্থকের বিরুদ্ধে। মোর্চার বাধার মুখে পড়ে তৃণমূলের মিছিল মাঝপথেই স্থগিত হয়ে যায়। বুধবার দুপুরে দার্জিলিঙের গরুবাথানের পান্ধারা মোড়ে ঘটনাটি ঘটেছে। তৃণমূলের অভিযোগ, মোর্চার তরফে তাদের মিছিলে ঢিল ছোড়া হয়েছে। পাশাপাশি, রাত পর্যন্ত পান্ধারা মোড়ে মোর্চার তরফে অবরোধ চলে। শেষ পর্যন্ত মোড় লাগোয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের গরুবাথান এলাকার ব্লক সভাপতি প্রেম অধিকারীর বাড়িতেই খুশনারায়ণ থাকেন। ওই ঘটনায় উদ্বিগ্ন তৃণমূলের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “পুলিশকে সবই জানানো হয়েছে। নিশ্চয়ই পুলিশ আইনি ব্যবস্থা নেবে।”
দার্জিলিঙের পুলিশ সুপার কুমাল অগ্রবাল জানান, পুলিশ পরিস্থিতির উপরে নজর রেখেছে। প্রসঙ্গত, মোর্চার উত্থানের পরে গরুবাথানের জিএনএলএফ নেতা কে এন সুব্বা এলাকা ছেড়ে শিলিগুড়িতে আশ্রয় নেন। বছরখানেক আগে তিনি তৃণমূলে যোগ দিলেও বাড়ি ফেরেননি। সম্প্রতি পাহাড়ে তৃণমূল মিটিং-মিছিল শুরু করেছে। এর পরে এ দিন তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল মিছিল শুরু করে বাধার মুখে পড়ে। কে এন সুব্বার অভিযোগ, “আমার গাড়িতে বিক্ষোভকারীরা ঢিল ছুড়েছে। আমি গরুবাথানে ফিরলে মোর্চার সংগঠনে ভাঙন ধরবে ভেবে আমাকে আটকানো হচ্ছে।”
যদিও মোর্চার গরুবাথানের নেতা তথা জিটিএ সদস্য চন্দ্রা ইয়ংজং জানান, তাঁরা কোনও অবরোধ করেননি। তাঁর দাবি, “জিএনএলএফ আমলে কে এন সুব্বা এলাকার কোনও উন্নয়ন করেননি। সে জন্য মানুষের ক্ষোভ রয়েছে। ক্ষুব্ধ জনতার স্বতঃস্ফূর্ত প্রতিরোধের মুখে পড়েছেন কে এন সুব্বা।” |