কংক্রিটের মাঝে মরণফাঁদ। প্রাণের ঝুঁকি নিয়ে তার উপর দিয়েই চলছে পারাপার।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লকের জামিরগাছিতে বাগজোলা-১ ও কুলটি খালের উপর তৈরি সেতুটি হল স্থানীয় এলাকায় যোগাযোগের অন্যতম মাধ্যম। ভাঙড়-হাড়োয়া রুটের ট্রেকার, অটো থেকে শুরু করে বিভিন্ন ছোট গাড়ি পারাপার করে ওই সেতু দিয়ে। কয়েক মাস আগে সেতুটির মধ্যে তৈরি হয়েছে বড় গর্ত। সেই গর্তের উপর দিয়েই চলছে গাড়ি, হাঁটছে মানুষ। সেতুটিতে কোনও আলো না থাকায় যে কোনও রাতেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২০ ফুট লম্বা সেতুটি তৈরি হয় পঞ্চাশের দশকে। একদিকে রয়েছে রঘুনাথপুর, অন্যদিকে রয়েছে জামিরগাছি।
|
সেতুটির উপর নির্ভরশীল রঘুনাথপুর, ভোগালি, জামিরগাছি, সোনাপুকুর, রাধানগর, বানিয়াড়া-সহ বিভিন্ন এলাকার মানুষ। প্রতিদিনই পারাপার করেন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোগী-সহ অনেকে। বছর দশেক আগে শেষ বার সংস্কার হয়েছিল।
স্থানীয় বাসিন্দা পেশায় গাড়িচালক চান্নু শেখ, মিরাজ শেখ বলেন, “দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে সেতুটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সারানোর ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। সেতুটিতে আলো না থাকায় রাতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।”
কী বলছেন প্রশাসনের কর্তারা?
ভাঙড়-২ ব্লকের বিডিও অরুণ সেনগুপ্ত বলেন, “সেতুটির অবস্থা নিয়ে জেলা পূর্ত দফতরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সংস্কারের জন্য অনুরোধ করেছি।” ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ওইদুল ইসলামও জানান, বিষয়টি বিডিও মারফত জেলা পূর্ত দফতরকে জানানো হয়েছে। জেলা পূর্ত দফতরের এক কর্তা বলেন, “ওই সেতুটির বিষয়টি জানি। দ্রুত সারানোর ব্যবস্থা করছি।”
আপাতত ভাগ্যের হাতেই নিজেদের জীবন ছেড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। |