|
|
|
|
ঝড়ে মৃত্যু, ক্ষতি চাষেও |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
ঝড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বিস্তীর্ণ এলাকায় চাষবাসেও ক্ষতি হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঝড়ে দাপট ছিল এগরা ও কাঁথি মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে। পটাশপুরের বাঙ্গুচক মোড়ের কাছে মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃতের নাম বাগাম্বর জানা (৫৮)। বাড়ি স্থানীয় তুপচিবাড় গ্রামে। অমর্ষিতে মেয়ের বাড়ি যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। বুধবার সকালে মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
ঝড়ে উপকূলবর্তী এলাকার রামনগর ১ ব্লকের বাধিয়া, রামনগর ২ ব্লকের কালিন্দী, কাঁথি ১ ও ২, তালগাছারি ১ ও ২, এগরা ১ ও ২, পটাশপুর ১ ও ২ ব্লকের অধিকাংশ এলাকায় ক্ষতি হয়। জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন বলেন, “ঝড়ে ক্ষতির পরিমাণ প্রায় দশ কোটি টাকা ছাড়িয়েছে। |
|
এগরার কৌড়দায় ঝড়ে ভেঙেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি। —নিজস্ব চিত্র। |
রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর ও মুখ্য সচিবকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রিপল, শুকনো খাবার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রাথমিকভাবে পঞ্চায়েত ও ব্লক অফিস থেকে ত্রিপল ও শুকনো খাবার দেওয়ার চেষ্টা চলছে।” পঞ্চায়েত ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ে প্রায় পাঁচ হাজার বাড়ির ক্ষতি হয়েছে।
গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে যায়। প্রায় পাঁচশো একর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় একশো হেক্টর জমির তিলও। পটাশপুর ১ ব্লকের কৃষি ফার্মের প্রায় পঞ্চাশ মিটার সীমানা প্রাচীর ভেঙে গিয়েছে। |
|
|
|
|
|