|
|
|
|
টাকা ফেরত চেয়ে লগ্নি সংস্থার কর্তাকে মার |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
টাকা ফেরতের দাবিতে এক অর্থ লগ্নি সংস্থার কর্তার বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে এজেন্টদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে পাঁশকুড়ার দশাং গ্রামে ‘পায়াস অ্যগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে ওই সংস্থার এক ডিরেক্টর আশিসকুমার রায়কে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ক্ষুব্ধ এজেন্ট ও আমানতকারীরা বুধবার সকালে থানায় গিয়েও বিক্ষোভ দেখান। পাঁশকুড়ার আটাং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আশিসবাবু ওই সংস্থার ডিরেক্টর হিসেবে পাঁশকুড়া শাখার হয়ে এজেন্ট নিয়োগ করে টাকা সংগ্রহ করেন। এজেন্টদের অভিযোগ, ওই শাখার মাধ্যমে কয়েক কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল।
সারদা কাণ্ডের আগেই গত ফেব্রুয়ারির শেষে সংস্থার পাঁশকুড়া শাখা অফিস বন্ধ হয়ে যায়। এজেন্ট ও আমানতকারীরা টাকা ফেরত চেয়ে আশিসবাবুর কাছে দরবার করলেও কাজ হয়নি। অভিযোগ, আশিসবাবু টাকা ফেরতের আশ্বাস দিলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। |
|
পাঁশকুড়া থানার সামনে বিক্ষোভ আমানতকারীদের। |
মঙ্গলবার রাতে আশিসবাবু থানায় ফোন করে সাহায্য চাইলে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে। ওই সংস্থার এজেন্ট ও আমানতকারীরা বুধবার সকালে পাঁশকুড়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এজেন্ট তথা আমানতকারী মনোজ মিশ্র বলেন, “আশিসবাবুর কথায় বিশ্বাস করেই গত বছরের মাঝামাঝি মাসিক আয় প্রকল্পে ১ লক্ষ টাকা জমা দিয়েছিলাম। প্রতিমাসে দু’হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কয়েকমাস টাকা পাওয়ার গত ২০ ফেব্রুয়ারি পাঁশকুড়ার শাখা অফিস বন্ধ হয়ে যাওয়ায় আমার মতো অনেকে বিপাকে পড়েছে।” আশিসবাবু বলেন, “আমি সংস্থার ডিরেক্টর হিসেবে কিছুদিন কাজ করেছি। এজেন্ট ও আমানতকারীদের টাকা ফেরতের জন্য আমি কমিশনে গিয়ে আবেদন জানানোর কথা বলি। পরিবর্তে তাঁরা বাড়িতে চড়াও হয়ে আমাকে মারধর করে।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
|
|
|
|
|