স্পট ফিক্সিং কেলেঙ্কারির তিন ‘নায়ক’ এমন প্রস্তাব পেতে পারেন বোধহয় কেউই ভাবতে পারেননি। শ্রীসন্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বাণকে জনসচেতনতার কাজে লাগাতে সারমেয় নির্বীজকরণে অংশ নেওয়ার অভিনব প্রস্তাব পশুপ্রেমী সংস্থা পেটা-র। ‘পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যাল’স্’-এর প্রস্তাবের সারাংশ হল, স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে স্পটলাইট সরিয়ে পশুদের নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগে শামিল হওয়ার অনুরোধ করা হচ্ছে শ্রীসন্তদের। সারমেয়দের নির্বীজকরণের এই অন্য রকম ‘ফিক্সিং’-এ অংশ নিলে কেউ তোমাদের দিকে আঙুল তুলবে না। তবে, দিল্লি পুলিশের হেফাজতে থাকা তিন ক্রিকেটার এই প্রস্তাবে সাড়া দিতে পারবেন কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।
|
টুইট বিতর্কে ডেভিড ওয়ার্নারকে ৫৭৫০ ডলার জরিমানা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আইপিএলের পক্ষে দাঁড়িয়ে দুই অস্ট্রেলীয় ক্রিকেটলিখিয়েকে নিজের টুইটারে অশ্লীল ভাষায় আক্রমণ করার অপরাধে ওয়ার্নারের এই শাস্তি হল। গোটা ঘটনার তদন্তের পর সিএ-র ব্যবহারবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা অস্ট্রেলীয় ওপেনার। ‘প্রথম বার অপরাধের’ জন্য ভারতীয় মুদ্রায় প্রায় তিন লক্ষ কুড়ি হাজার টাকা জরিমানা করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে ওয়ার্নার বলেন, “গত সপ্তাহে হতাশায় যে টুইট করেছি তার ভাষা আরও ভাল হতে পারত। এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। ভবিষ্যতে আমার সমস্ত ‘ফলোয়ারে’র সঙ্গে আলোচনায় ভাষা ব্যবহার নিয়ে আরও সতর্ক থাকব।” চলতি আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর কড়া ভাষায় প্রতিবেদন লেখার পরই দুই ক্রিকেটলিখিয়েকে পরপর কয়েকটি টুইটে আক্রমণ করেন ওয়ার্নার। |