স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে গ্রেফতারির তালিকায় উঠল কলকাতার নাম। পুলিশি সূত্রের খবর, বুধবার শহরের একাধিক জায়গায় হানা দেন গোয়েন্দারা। শেষ পর্যন্ত গৌরীবাড়ি এলাকায় অজিত সুরেখা ওরফে আমন নামে ক্রিকেট বেটিং চক্রের দুই বুকি-সহ ন’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা চলতি আইপিএলে বেটিং চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ। ধৃতদের কাছে দু’টি ল্যাপটপ, আটটি মোবাইল এবং তিন লক্ষ টাকা পাওয়া যায়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু জুয়ার কয়েন এবং নথিও। ল্যাপটপে ক্রিকেট-জুয়ার সফ্টওয়্যার যুক্ত ছিল। রেসের মাঠের লাইসেন্সপ্রাপ্ত জুয়াড়ি অজিত সম্প্রতি ক্রিকেট-জুয়ায় মেতেছিলেন বলে তদন্তকারীদের সন্দেহ।
গোয়েন্দা সূত্রের খবর, বুধবার বিশেষ সূত্রে খবর পাওয়ার পরেই উল্টোডাঙার গৌরীবাড়ি এলাকার একটি তিনতলা বাড়িতে হানা দেন তাঁরা। ওই বাড়ির তিনতলার একটি ঘর থেকেই ওই বুকিদের গ্রেফতার করা হয়। আইপিএল শুরু হওয়ার সময় থেকেই অজিত এবং তার সঙ্গীরা দৈনিক ৫০০ টাকা ভাড়ায় ফ্ল্যাটটি ভাড়া নেয়। বেটিংয়ের সঙ্গে যুক্ত ওই বুকিদের গ্রেফতারের পরে বাড়ির মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। বুধবার রাজস্থান রয়্যালস এবং হায়দারবাদ সানরাইজার্সের ম্যাচেও তাঁরা বেটিং করছিল বলে দাবি এসটিএফ গোয়েন্দাদের। এমনকী সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানসের শেষ ম্যাচেও যে তারা বেটিং করেছিল, তার প্রমাণ স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে এসেছে। আইপিএলে ম্যাচ ফিক্সিং কাণ্ডে শ্রীসন্ত-সহ তিন ক্রিকেটার গ্রেফতার হওয়ার পরেই বেটিং চক্রের সঙ্গে কলকাতারও যোগ আছে বলে অভিযোগ উঠেছিল। খবর ছিল অজিত ওরফে আমন এই ক্রিকেট জুয়ার সঙ্গ যুক্ত থাকতে পারে। আর তার পর থেকেই কলকাতা পুলিশের শীর্ষ মহল থেকে গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছিল যেমন করে হোক আমনকে গ্রেফতার করতে হবে। কিন্তু এত দিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও, গুণ্ডা দমন শাখা অজিতকে ধরতে পারেনি। শেষ পর্যন্ত স্পেশ্যাল টাস্ক ফোর্স বুধবার রাতে অজিত-সহ ন’জনকে গ্রেফতার করতে সফল হয়। |