পুলিশের নজরে এ বার বোর্ড প্রধানের জামাই
ইপিএল জুয়ার আঁচ এ বার বোর্ড প্রেসিডেন্টের সংসারে!
স্পট ফিক্সিংয়ে দোষীদের রেয়াত করা হবে না বলে ক’দিন আগেই কড়া বিবৃতি দিয়েছিলেন এন শ্রীনিবাসন। কে জানত, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁরই জামাইকে (যিনি ঘটনাচক্রে চেন্নাই সুপার কিংসের অন্যতম শীর্ষ কর্তাও বটে) জেরা করতে চাইবে মুম্বই পুলিশ!
চেন্নাইয়ের ম্যাচে খোদ ধোনি-পত্নীর পাশে বসে বিন্দু দারা সিংহের আইপিএল দেখার ফুটেজ এমনিতেই যথেষ্ট অস্বস্তি বাড়িয়েছিল শ্রীনিবাসনের। তার চব্বিশ ঘণ্টার মধ্যেই তদন্তে উঠে এল গুরুনাথ মায়াপ্পনের নাম। শ্রীনিবাসনের কন্যা রূপার স্বামী গুরুনাথই সিএসকে-র টিম প্রিন্সিপ্যাল এবং সিইও। আইপিএলের অলিন্দে হলুদ জার্সি পরে প্রায়ই দেখা গিয়েছে যাঁকে।
এ বারেও যোগসূত্র সেই বিন্দু দারা সিংহ। মুম্বই পুলিশের দাবি, বিন্দুর মোবাইলে চেন্নাইয়ের একটি নম্বর থেকে অনেক বার ফোন করা হয়েছিল। খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সেটি মায়াপ্পনের নম্বর। পরে জেরায় বিন্দু পুলিশকে জানান, তিনি মায়াপ্পনকে গত দু’বছর ধরে চেনেন। দু’জনে খুব ভাল বন্ধুও। ফলে মুম্বই পুলিশ এখন জেরা করতে চাইছে মায়াপ্পনকে। চেন্নাইয়ের বাড়িতে এ দিন অবশ্য মায়াপ্পনের দেখা মেলেনি। মোবাইলও বন্ধ করে রেখেছেন তিনি। স্পষ্টতই বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তো বটেই, ফ্রাঞ্চাইজি মালিক হিসেবেও ঘোর ধর্মসঙ্কটে পড়ে গিয়েছেন শ্রীযুক্ত শ্রীনিবাসন। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী ইতিমধ্যেই তাঁকে খোঁচা দিয়ে টুইট করেছেন, “শ্রীনিবাসন ও তাঁর পরিবারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
বিতর্কের চেন্নাই এক্সপ্রেস
কে গুরুনাথ?

• বোর্ড প্রেসিডেন্টের মেয়ে রূপার স্বামী
• সিএসকে-র টিম প্রিন্সিপ্যাল ও সিইও
• পারিবারিক ব্যবসা: দক্ষিণী ফিল্ম প্রযোজক সংস্থা এভিএম
শ্রীনিবাসন ও তাঁর
পরিবারের অবিলম্বে
পদত্যাগ করা উচিত।
তাঁর জামাই গুরুনাথ মায়াপ্পনের
সঙ্গে বহু বার ফোনে কথা বিন্দু
দারা সিংহের, দাবি পুলিশের।
আর যা জানা গেল
• দুই বুকিকে দুবাইয়ে পালাতে সাহায্য করেন বিন্দু
• তিন ক্রিকেটার ও এক ভাষ্যকারের নাম জানিয়েছেন শ্রীসন্তরা, বলছে পুলিশ
• কর্নাটকে ‘বেটিং হাউস’ খুলতে চেয়েছিলেন শ্রীসন্ত
আইপিএল গ্যালারিতে তাঁর পাশে বিন্দুর ছবি নিয়ে তোলপাড়ের পর
কুছ তো লোগ কহেঙ্গে... লোগো কা কাম হ্যায় কহেনা...।
টুইট করেই অস্বস্তি ঢাকার চেষ্টা চালিয়েছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। আজ বিকেলের দিকে ঘণ্টাখানেকের ব্যবধানে দু’টো টুইট করেন সাক্ষী ধোনি। কোনও নাম বা প্রসঙ্গ উল্লেখ না করে প্রথম টুইটে তিনি লিখেছেন, “আরও একটা মজার দিন... যে দিনটায় আমি শুধু হাসতেই পারি।” পরের টুইট “হিন্দি সিনেমার গানপ্রেমীদের জন্য... কুছ তো লোগ কহেঙ্গে... লোগো কা কাম হ্যায় কহেনা...।”
সাক্ষীর কটাক্ষ যা-ই হোক, পুলিশি জেরার মুখে শ্রীসন্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চহ্বাণ কিন্তু অনেক কথাই বলছেন। দিল্লি পুলিশের দাবি, আজ আরও তিন ক্রিকেটারের নাম জানিয়েছেন তাঁরা। জেরার প্রধান দায়িত্বে থাকা এস এন শ্রীবাস্তব অবশ্য জানিয়েছেন, শ্রীসন্তদের কথার সত্যতা যাচাই করতে প্রথমে পুলিশ ওই তিন ক্রিকেটারের সঙ্গে সম্পূর্ণ গোপনে কথা বলবে। তার পর প্রয়োজন মনে করলে তবেই তাঁদের নাম জনসমক্ষে আনা হবে। শ্রীসন্তরা এক ভাষ্যকার তথা প্রাক্তন ক্রিকেটারের নাম জানিয়েছেন বলেও দাবি করেছে দিল্লি পুলিশ। স্বভাবতই এই ভাষ্যকারকে জেরা করার কথা ভাবা হচ্ছে।
মুম্বইয়ের হোটেলে পাওয়া শ্রীসন্তের ল্যাপটপ ঘেঁটেও বিস্ফোরক সব তথ্য পাচ্ছে পুলিশ। শ্রীসন্ত ও তাঁর বন্ধু তথা প্রাক্তন কোচ শিবকুমার যৌথ মালিকানার একটি সংস্থা খোলার আবেদনপত্র জমা দিয়েছিলেন কর্নাটকের কোম্পানি নথিভুক্তি দফতরের কাছে। শ্রীসন্তের জার্সি নম্বরের সঙ্গে মিলিয়েই সংস্থার নাম রাখা হয়েছিল ‘এস৩৬ স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’। সেই সংস্থা ক্রিকেট কোচিং অ্যাকাডেমি, জিমন্যাসিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, যোগ সেন্টারের পাশাপাশি একটি ‘বেটিং হাউস’ও চালাতে চায় বলে ওই আবেদনপত্রে খোলাখুলি লেখা হয়েছিল। পুলিশের দাবি, শ্রীসন্তের উদ্দেশ্য ছিল এই বেটিং হাউসের মাধ্যমে বিদেশেও ব্যবসা ছড়িয়ে দেওয়া।
কতটা অনায়াসে জাঁকিয়ে বসেছে ক্রিকেট জুয়া, একা বিন্দুই তার যথেষ্ট আভাস দিচ্ছেন। মুম্বই পুলিশের কাছে দারা-পুত্র স্বীকার করেছেন, অনেক দিন ধরেই তিনি বেটিংয়ে জড়িত। শুধু আইপিএল সিক্স নয়, গত আইপিএল এবং ২০১১ বিশ্বকাপেও বেটিং করেছেন তিনি। মাধ্যম ছিল দুই বুকি সঞ্জয় জুপিটার ও পবন জুপিটার। আজ বিন্দুর বান্দ্রার বাড়িতে তল্লাশিতে মিলেছে তিনটি মোবাইল, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড। পুলিশের দাবি, বিন্দুর কোড নেম ছিল ‘জ্যাক’। ধরপাকড় শুরু হওয়ার পর ওই দু’জন বুকিকে তিনিই দুবাইয়ে পালাতে সাহায্য করেছিলেন। পুলিশের কাছে বিন্দুর চমকপ্রদ দাবি তিনি ছিলেন মিডলম্যান, অর্থাৎ বেটিং করা বেশ কিছু বলিউড তারকা ও ক্রিকেটারের সঙ্গে বুকিদের যোগসূত্র। চলতি আইপিএলের একটি ম্যাচে তিনি ১৭ লাখ এবং আর একটি ম্যাচে ৪৫ লক্ষ টাকার বেটিং করেছেন।
আর অজিত চান্ডিলা? এই ক্রিকেটারের স্তম্ভিত করার মতো কীর্তিকলাপ প্রকাশ্যে আসছে প্রতি দিনই। এই মরসুমেই পাঁচ-ছ’টা ম্যাচে স্পট ফিক্সিংয়ের বন্দোবস্ত করে দেবেন বলে বুকিদের কাছ থেকে ৪৯ লাখ টাকা কামিয়েছিলেন তিনি। ৫ মে-র ম্যাচের জন্য ২৫ লাখ আগাম নিয়েছিলেন। বুকিদের সঙ্কেত দিতে ভুলে যাওয়ায় যার থেকে ২০ লাখ ফেরত দিতে হয়। কিন্তু এর পরেও ১৭ মে রাজস্থান রয়্যালস-সানরাইজার্স ম্যাচেও স্পট ফিক্সিংয়ের ব্লু-প্রিন্ট ছিল চান্ডিলার কাছে। তার জন্য নিয়েছিলেন ১৫ লাখ। সেই ম্যাচের আগেই অবশ্য হাতে হাতকড়া পড়ে।
চান্ডিলাদের সঙ্গে গ্রেফতার হওয়া কয়েক জন বুকি আজ পুলিশের কাছে দাবি করে, ২০১১ বিশ্বকাপেও স্পট ফিক্সিং যথেচ্ছ ভাবে হয়েছে। করাচি, দুবাই থেকে মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও কলকাতা পর্যন্ত ছড়ানো ছিল গড়াপেটা-চক্র।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.