|
|
|
|
সিকিমে দুর্ঘটনায় মৃত বাঙালি দম্পতি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি ও বাঁকুড়া |
উত্তর সিকিমে গাড়ি দুর্ঘটনায় বাঁকুড়ার এক বাঙালি দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টি ছিল। তার মধ্যেই চুংথান থেকে গ্যাংটকে ফেরার পথে রাতে দিকচুর কাছে ৪ মাইল এলাকার ফিদাং গ্রামে পাহাড়ি বাঁকে গভীর খাদে পড়ে যায় জিপটি। চালক-সহ ১১ জন ছিলেন ওই জিপে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনাকর্মী সুজিতকুমার নিয়োগী (৪৭) এবং তাঁর স্ত্রী নিবেদিতা নিয়োগীর (৪১) মৃত্যু হয়। আহত তাঁদের দুই মেয়ে সুচরিতা ও অনিন্দিতা। তাঁরা মঙ্গন হাসপাতালে ভর্তি। আহত গাড়ির চালকও সেখানে আছেন। বাঁকুড়ার ওই পরিবারের সঙ্গেই ছিলেন ছত্তীসগঢ়ের ৬ ছাত্র। তাঁরা গ্যাংটকের হাসপাতালে ভর্তি। এক জনের অবস্থা আশঙ্কাজনক।
পর্যটক বোঝাই জিপটির গতিও বেশি ছিল বলে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে। ছাত্রদের দলটি ১৯ মে গ্যাংটকে পৌঁছয়। সেখানেই তাঁদের সঙ্গে পরিচয় হয় বাঁকুড়ার দীঘল গ্রামের নিয়োগী পরিবারের।
মঙ্গলবার গভীর রাতে খাদ থেকে ওই দম্পতির দেহ উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয় বাকিদেরও। সিকিমের পর্যটন দফতরের সচিব সি জঙপো বলেন, “পর্যটন দফতর থেকে আহতদের সব রকম সাহায্য করা হয়েছে। তাঁদের চিকিৎসার খরচও প্রশাসনের তরফে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আহতদের দেখভালের জন্য সরকারের থেকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।”
ওই রাতেই দুঃসংবাদ পৌঁছয় ইন্দাসের দীঘল গ্রামের নিয়োগী পরিবারে। বর্তমানে বর্ধমানে থাকতেন সুজিতবাবু। তাঁর বড় মেয়ে উচ্চমাধ্যমিক দিয়েছেন। ছোট মেয়ে নবম শ্রেণিতে পড়ে। সুজিতবাবুর সেজ দাদা সুনীল নিয়োগী জানান, বুধবার সকালে অনিন্দিতা হাসপাতাল থেকে ফোন করেছিল। বলেছিল, চোট পেলেও একটু ভাল রয়েছে। ওরা কিন্তু তখনও জানত না বাবা-মা আর নেই। |
|
|
|
|
|