আমি গত ৪০-৪৫ বছর যাবত্ পূর্ব বাংলা থেকে বিনিময় সূত্রে এসে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত চণ্ডীপুর অঞ্চলের নিকটবর্তী উত্তরবেনা গ্রামে থাকি। যাঁর সঙ্গে বিনিময় সূত্রে এখানে বসবাস করছি, তিনি আমাকে জমির সব কাগজপত্র না-দিয়ে যাওয়ার ফলে আমি রেকর্ড সংশোধন করতে পারিনি। এখন আলিপুর ও বারাসত থেকে কাগজপত্রগুলো খুঁজে পেয়েছি এবং রেকর্ড সংশোধন করার জন্য বাদুড়িয়া বিএলএলআরও অফিসে দরখাস্ত করেছি।
কিন্তু বিএলএলআরও আমার দলিলের সার্টিফায়েড কপি দেখে রেকর্ড সংশোধন করতে অস্বীকার করেছেন। তিনি এটাও বলছেন যে, ওই কাগজপত্র ভুয়ো। এখন বৃদ্ধ বয়সে কী করে এই বিপদ থেকে উদ্ধার পাব জানতে চাই।

যদি কাগজপত্রগুলি সত্যি ভুয়ো হয়, তবে বিএলএলআরও মহাশয়কে দোষ দেওয়া যায় না। বরং সে ক্ষেত্রে এটুকু বলা যায় যে, তিনি তাঁর কর্তব্য করেছেন। এ ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটাই বলছি।
এখন আপনি যে ওই ঠিকানায় ৪০-৪৫ বছর ধরে বসবাস করছেন, তার উপযুক্ত প্রমাণ বার করুন এবং তার ভিত্তিতে বিএলএলআরও অফিসে রেকর্ড সংশোধনের জন্য দরখাস্ত করুন। এত বছর ওই অঞ্চলে থাকার দরুন, নিশ্চয়ই আপনার হাতে তা প্রমাণ করার মতো কিছু তথ্য আছে। তবে যদি প্রমাণ জোগাড় করেও তার ভিত্তিতে রেকর্ড সংশোধন করা না-যায়, তা হলে আপনার আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আসলে ব্যাপার হল, সরকারি কর্মী (বিএলএলআরও) যদি আপনার কাগজপত্রকে ভুয়ো বলে দাবি করে থাকেন, তা হলে তাঁকেও তো অস্বীকার করার উপায় নেই।

(আইনি পরামর্শ জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়)

একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে ম্যানেজারের পদে আছি। এখন কলকাতায়। আমি জানতে চাই
১) মিউচুয়াল ফান্ডে লগ্নি করতে হলে কোন ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রকল্প কিনব?
২) ভবিষ্যত্ জীবনের সুরক্ষার কথা ভেবে একটি পেনশন প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ অবসরের পর পেনশন নেই আমার সংস্থায়। কী করব? আমার চাকরির আর ১২ বছর বাকি।



১) আপনার প্রথম প্রশ্নের উত্তরে সাধারণ ভাবে একটা কথা বলতে পারি যে, প্রতিষ্ঠান পরিচালকদের কেরিয়ার কতটা ভাল সে সম্পর্কে একটু খোঁজ খবর করুন। খতিয়ে দেখুন তাঁদের যোগ্যতা, অভিজ্ঞতা। ফান্ড ম্যানেজারদের অতীতের পারফর্ম্যান্স দেখে নিন। তবে এটাও ঠিক যে অতীত পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি ভবিষ্যতে সব সময়ে যে ঘটবেই তা নয়।
২) দেখুন, মিউচুয়াল ফান্ডে পেনশন প্রকল্পের সুবিধা নেই। তবে আপনার যখন আরও ১২ বছর চাকরি আছে, তখন আপনি নিশ্চয়ই অ্যানুইটি (যা অবসর পরবর্তী জীবনের জন্য বেশ সুবিধাজনক) প্রকল্পই করবেন। তবে শুধু মিউচুয়াল ফান্ডেই থাকতে চাইলে, ইক্যুইটি ফান্ডে এসআইপি শুরু করুন।

(পরামর্শ নীলাঞ্জন দে)


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.