সর্বশক্তি নিয়ে পঞ্চায়েতে ঝাঁপাতে চান বরুণ
দ্য দু’দিন আগে পশ্চিমবঙ্গের দায়িত্ব পেয়েছেন। জুন মাসের শেষেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরুণ গাঁধী। হাওড়া উপনির্বাচনে রাজনাথ সিংহের নির্দেশে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বকে। বিজেপির এই সিদ্ধান্তের জন্য এমন বার্তাও গিয়েছে যে, দল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নরম মনোভাব নিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সেই পথে হাঁটতে চায় না। তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণে যেতে চায় তারা। দায়িত্ব নেওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বরুণ। স্থির হয়েছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও রাজ্যের দক্ষিণ-পশ্চিমে তিনটি সভা করবেন তিনি।
এবিপি নিউজ-এ সি নিয়েলসেন যৌথ জনমত সমীক্ষায় স্পষ্ট, লোকসভা নির্বাচনে বিজেপিকে সরকার গড়তে আরও শরিকদের সমর্থন প্রয়োজন। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এনডিএর পুরনো শরিকদের জন্য দরজা খুলে রাখতে চান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
কিন্তু একই সঙ্গে রাজনাথ সিংহরা মনে করেন, বিজেপির নিজের আসনও বাড়াতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গের মতো রাজ্য থেকেও আসন আনতে হবে। লোকসভার আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনই তার প্রথম ধাপ। আর শহর এলাকার তুলনায় গ্রামে বিজেপির শক্তিও বেশি। তার উপর সারদা কেলেঙ্কারির পর বিজেপি অ্যান্য দলের তুলনায় সুবিধাজনক অবস্থায় রয়েছে। ফলে এই নির্বাচনে অধিকাংশ আসনেই লড়বে বিজেপি।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.