|
|
|
|
আমরাই জিতব: ওডাফাকে পাল্টা চ্যালেঞ্জ চিডির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ওডাফা ওকোলিকে পাল্টা চ্যালেঞ্জ জানালেন ইস্টবেঙ্গলের ‘গোলমেশিন’ এডে চিডি। মরসুমের শেষ ডার্বির দু’দিন আগে লাল-হলুদ স্ট্রাইকার বলে দিলেন, “ড্র করে নয়, ডার্বি জিতেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে চাই।”
এখানেই থেমে থাকতে চান না চিডি। তাঁর ইচ্ছে, ডার্বি জিতে কোচ ট্রেভর মর্গ্যানকে তা উৎসর্গ করে ‘ফেয়ারওয়েল গিফট’ দেবেন। মঙ্গলবার রাতে নাইজিরিয়ান স্ট্রাইকার বলে দিলেন, “কলকাতা লিগ খেতাবটাই মর্গ্যানকে বিদায়ী উপহার দিতে চাই। সে দিন ম্যাচের পর আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে কোচকে বিদায় অভিবাদন দেওয়া নিয়ে। তবে তার জন্য আগে মোহনবাগানকে হারাতে হবে।”
মর্গ্যানের টিমের অনুশীলন ছিল না মঙ্গলবার। ব্যক্তিগত নানা কাজের জন্য এ দিনের বেশির ভাগ সময় চিডিকে কাটাতে হয় বাইরে। সাধারণত মনঃসংযোগ করতে ডার্বির আগের দিন থেকে ঘরবন্দি হয়ে থাকেন তিনি। “ডার্বির আগে মনঃসংযোগ করাটা খুব জরুরি। যারা সেটা করতে পারে, তারাই সফল হয়,” বলছিলেন চিডি। একই সঙ্গে যোগ করলেন, “ডার্বির আলাদা একটা উত্তেজনা রয়েছে। সমর্থকরাও এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সমর্থকদের উত্তেজনার পারদ সামলে নার্ভ ঠিক রাখাটাও কঠিন বিষয়। সে জন্যই মনঃসংযোগের দরকার হয়।” |
|
ইস্টবেঙ্গলকেও পাঁচ গোল দেওয়ার তৃপ্তি মোহনবাগান পেয়েছিল এডে চিডির জন্যই। সেই ম্যাচে একাই চার গোল করেছিলেন তিনি। এ বার চিডির হাত ধরেই মরসুমে দ্বিতীয় বার ডার্বি জয়ের আশায় লাল-হলুদ সমর্থকরা। লাল-হলুদের অন্যতম ভরসা অবশ্য বলছেন, “আমি তো সব ম্যাচেই হ্যাটট্রিক করতে চাই। কিন্তু সেটা কি সম্ভব? তবে সমর্থকদের মুখে হাসি ফোটাতেই চাই।”
এএফসি কাপের প্রি-কোয়ার্টারে যেমন হ্যাটট্রিক করেছেন চিডি, তেমনই ওডাফাও হ্যাটট্রিক করেছেন কলকাতা লিগের শেষ প্রয়াগ ম্যাচে। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দু’দলের গোলমেশিনই চাইবেন বৃহস্পতিবার যুবভারতীতে একে অপরকে ছাপিয়ে যেতে। তবে ওডাফার সঙ্গে তাঁর লড়াইয়ের কথা স্বীকার করছেন না চিডি। বরং বলছেন, “লড়াইটা এগারো জনের বিরুদ্ধে এগারো জনের।”
ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও ২০১১-১২ মরসুমে চিডিকে ছেড়ে ওডাফাকে নিয়েছিলেন মোহনবাগান কর্তারা। সে বছর তাই সালগাওকরে চলে গিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গলের হাত ধরে কলকাতায় ফিরে আসার পরেও সেই ‘খারাপ লাগা’টা রয়ে গেছে চিডির। তাই বোধহয় ডার্বির গন্ধ পেলেই আলাদা করে চনমনে হয়ে ওঠেন তিনি। এ দিনও বলে দিলেন, “এই ম্যাচে গোল করলে আলাদা একটা ভাল লাগা থেকে যায়ই। এটাই মরসুমের শেষ ডার্বি। গোল পাওয়ার জন্য আমি মুখিয়ে আছি।”
|
পুরনো খবর: কলকাতা লিগ না পেলে আর সমর্থকদের কী দিলাম: ওডাফা |
|
|
|
|
|