নিজস্ব সংবাদাদাতা • কলকাতা |
ট্রেভর মর্গ্যানের ইস্টবেঙ্গলকে হারিয়ে ২৩ মে মরসুমে প্রথম বার ডার্বি জয়ের স্বাদ পেতে চান ওডাফা ওকোলি।
প্রয়াগের বিরুদ্ধে হ্যাটট্রিক করে মোহনবাগানকে চাঙ্গা করে তুলেছেন কয়েক ঘণ্টা আগেই। ডার্বিতে ইস্টবেঙ্গল ড্র করলেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু চিডি-মেহতাবদের হারিয়েই কলকাতা লিগ পেতে হবে জানার পর, সোমবার রাতে বাগানের গোলমেশিনের ঝাঁঝালো মন্তব্য, “৯ ফেব্রুয়ারি ডার্বি জিততে না পারার আফসোসটা এখনও রয়েছে। ২৩ মে সেটা সুদে-আসলে মিটিয়ে নিতে হবে। আর ইস্টবেঙ্গল কী সুবিধা পেল ভাবতে চাই না। আমাদের জিততেই হবে এটাই জানি।”
ডার্বি না জিততে পারলে কলকাতা লিগটাই হাতছাড়া হয়ে যাবে করিম বেঞ্চারিফার দলের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বদলা নেওয়ার জন্য মুখিয়ে আছেন মোহন অধিনায়ক, সেটা কথা বললেই বোঝা যায়। বলছিলেন, “ইস্টবেঙ্গল ভাল দল। কিন্তু আমাদের কাছেও এ বছর এটাই সমর্থকদের মুখে হাসি ফোটানোর শেষ সুযোগ।”
৯ ডিসেম্বর আই লিগের প্রথম ডার্বিতে গণ্ডগোলের জেরে ওডাফার ফুটবল জীবন প্রায় ওলট-পালট হয়ে যেতে বসেছিল। সেই দিনগুলোর কথা এখনও ভুলতে পারেননি ‘ব্ল্যাক কোবরা’। রাতে ঘুমের মধ্যেও ভেসে ওঠে দুঃসহ স্মৃতি। কলকাতা লিগে তিনটি হ্যাটট্রিক সহ মরসুমে মোট সাতটি হ্যাটট্রিক করার পরও একটা যন্ত্রণাই তাড়া করে বেড়াচ্ছে তাঁকে। বললেন, “ঈশ্বর আমার সঙ্গে আছেন। খারাপ পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য মানসিক শক্তি দিয়েছেন বারবার। কিন্তু এটাও ঘটনা ৯ ডিসেম্বেরর কথা মনে পড়লে ডার্বিতে আরও ভাল খেলার তাগিদ অনুভব করি।”
এক ম্যাচ খেলা এয়ারলাইন্স ট্রফি বাদ দিলে এ বার বাগান তাঁবুতে কোনও ট্রফি ঢোকেনি। সে কথা মাথায় রেখেই ওডাফা বলছিলেন, “আমি জানি সারা বছর সমর্থকরা আমাদের দিকে তাকিয়ে থাকে একটা ট্রফির জন্য। কলকাতা লিগ না পেলে সমর্থকদের দিলাম কী!”
২৩ মে লড়াইটা কী ওডাফা বনাম চিডির? শুনে মনে হল বেশ ক্ষিপ্ত বাগানের শীত-গ্রীষ্ম-বর্ষার সঙ্গী। বলে দিলেন, “লড়াইটা এগারো জনের সঙ্গে এগারো জনের। চিডি ভাল ফুটবলার, সন্দেহ নেই। তা বলে ইস্টবেঙ্গলের পেন, মেহতাব, ওপারা, বা আমাদের নবি, টোলগে, ইচেদের কি কোনও গুরুত্ব নেই!”
ওডাফা জানেন ট্রেভর মর্গ্যান তাঁকে আটকানোর জন্য সব অস্ত্র প্রয়োগ করবেন। মর্গ্যান যদি ‘বুনো ওল’ হন, তবে ওডাফাও যে ‘বাঘা তেঁতুল’। “সব কোচই আমাকে আটকাতে চায়। স্ট্র্যাটেজি তৈরি করে আমার গোল আটকানোর জন্য। সেটা তো আমাকেই ভাঙতে হবে,” এ ভাবে ইস্টবেঙ্গলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাগানের অধিনায়ক।
দেখার, ডার্বিতে শেষ পর্যন্ত কে জেতেন— মর্গ্যান না ওডাফা। |