|
|
|
|
জমা পড়ছে ক্ষতিপূরণের আবেদন |
শিলাবৃষ্টিতে চাষে ক্ষতি, বিলি হবে বীজ-মিনিকিট |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জেলার দশটি ব্লকের কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ এ মিনিকিট বিলি করার সিদ্ধান্ত নিল সরকার।
গত এপ্রিলের শিলাবৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের দশটি ব্লকের প্রায় ২৩ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়। বহু কৃষক ক্ষতিগ্রস্ত হন। বোরো ধানের পাশাপাশি ক্ষতি হয়েছে আলু, তিল ও সব্জিরও। কৃষি দফতর সূত্রের খবর, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ব্লকগুলির মধ্যে মেদিনীপুর (সদর), কেশপুর, চন্দ্রকোনা ১ ও ২, গড়বেতা ১ ও ৩, দাঁতন ২, জামবনি, গোপীবল্লভপুর ১ ও ডেবরা রয়েছে।
জেলার কৃষকদের জন্য ৫০ হাজার প্যাকেট করে ধানের বীজ ও মিনিকিট বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্লকগুলিতে বীজ ও মিনিকীট বিলির নির্দেশিকাও এসে পৌঁছেছে। পশ্চিম মেদিনীপুরের জেলা কৃষি আধিকারিক নিমাইচন্দ্র রায় বলেন, “শিলাবৃষ্টিতে জেলার দশটি ব্লকে প্রচুর শস্য নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ ও মিনিকিট বিতরণের যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণের আবেদন জানাচ্ছেন। বিরোধীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের আগে সরকার ধানের বীজ ও মিনিকিট বিতরণ করে কৃষকদের পাশে থাকার বার্তা দিতে চাইছে। তবে কৃষি দফতরের দাবি, আগেও প্রাকৃতিক দুর্যোগ হলে এ ভাবে বীজ ও মিনিকিট বিলি করা হত। এর ফলে কৃষকেরাই উপকৃত হবেন।
জেলার জন্য বরাদ্দ ধানের বীজের প্যাকেটগুলো ছ’কেজির ও মিনিকিটের প্যাকেটগুলো ১৮ কেজির। তবে কৃষকদের ক্ষতিপূরণ দিতে গিয়ে দেখা দিয়েছে অন্য সমস্যা। অনেকেই এমন রয়েছেন যারা আলু চাষ করবেন বলে ঋণ নিয়ে বোরো চাষ করেছেন। এর উল্টোটাও হয়েছে। শিলাবৃষ্টির পর কৃষি আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে বিষয়টি নজরে আসে। এক আধিকারিকের কথায়, আলুর জন্য ঋণ বেশি পাওয়া যায়। তাই অনেকে আলু চাষের জন্য ঋণ নিয়ে বোরো চাষ করেছেন। এখন শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। যাদের কিষান ক্রেডিট কার্ড রয়েছে, তাঁরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলেই সাহায্য পাবেন। তবে যে সমস্ত চাষিরা তথ্য গোপন করে ঋণ নিয়ে অন্য ফসল চাষ করেচেন তাঁদের ক্ষতিপূরণ পাওয়া অসম্ভব। পুরো বিষয়টি খতিয়ে দেখতে জেলাস্তরে বৈঠক ডাকা হলেও সমাধানসূত্র মেলেনি। জেলা কৃষি আধিকারিকের বক্তব্য, শীঘ্রই জেলার দশটি ব্লকে ধানের বীজ ও মিনিকীট বিলি করা হবে।
|
পুরনো খবর: ঝড়, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি |
|
|
|
|
|