টুকরো খবর
শিল্পশহরে তিনটি দুর্ঘটনা, মৃত্যু প্রৌঢ়ের
একই দিনে তিনটি দুর্ঘটনা ঘটল শিল্পশহর হলদিয়ায়। মারা গিয়েছেন এক জন, জখম ১৫ জন। মঙ্গলবার হলদিয়ার রানিচকে ট্রেলারের ধাক্কায় মারা যান গৌতম দাস (৪০)। বাড়ি হাতিবেড়িয়ায়। টিউশন পড়িয়ে মোটর বাইকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। অন্য একটি দুর্ঘটনা ঘটে সিটি সেন্টার মোড়ে এইচপিএল লিঙ্ক রোডে। মেচেদা-হলদিয়া রুটের মিনিবাসটি ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। বাসের ১১ জন যাত্রী জখম হন। গুরুতর জখম ৮ জনকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। ওই একই সময়ে মঞ্জুশ্রী-সিটিসেন্টার লিঙ্ক রোডে একটি মোটর ভ্যান উল্টে জখম হন চার জন। মোটর ভ্যানটি সিটি সেন্টার থেকে মঞ্জুশ্রীর দিকে যাওয়ার সময় দুর্গাচকের ধানসিঁড়ি পেট্রোকেমিক্যালের কাছে হঠাত্‌ই চাকা ফেটে উল্টে যায়। মোটরভ্যানটির গুরুতর জখম ৪ যাত্রীকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, এই মোটরভ্যানগুলি দীর্ঘদিন ধরেই প্রশাসনিক অনুমতি ছাড়া শিল্পশহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। মোটরভ্যানের দৌরাত্ম্যে হামেশাই দুর্ঘটনা লেগে থাকে। এ বিষয়ে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, হাইকোর্ট মোটরভ্যানে যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে আমরা কিছু করতে গেলেই গ্রামের যাত্রীরা বাধা দেওয়ায় আইনশৃঙ্খলার সমস্যা হচ্ছে। তাই শুধুমাত্র উত্‌সবের দিনগুলিতে এগুলি বন্ধ করা হয়।”

আলোকিত হচ্ছে তাজপুরের রাস্তা
তাজপুর যাওয়ার রাস্তায় পথবাতি বসানোর কাজ শুরু করল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সৈকতকেন্দ্র তাজপুর ঢোকার আড়াই কিলোমিটার আগে থেকে তাজপুর সৈকত পর্যন্ত পথবাতি বসানো হবে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহি আধিকারিক সৌমেন পাল বলেন, “মোট ৪৯ লক্ষ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা জুড়ে প্রতি ৩০ মিটার অন্তর একটি করে পথবাতি বসানো হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে।” আশা করা হচ্ছে, আগামী দেড়-দু’মাসের মধ্যে তাজপুরের রাস্তায় পথবাতি বসানোর কাজ শেষ হয়ে যাবে। এ ছাড়াও মন্দারমণিতে সমুদ্র সৈকত আলোকিত করার জন্য বাতিস্তম্ভ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে বতর্মানে প্রকল্পটির রূপায়ণের জন্য প্রজেক্ট রিপোর্ট তৈরি করার কাজ চলছে।

সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সাত
পুরানো বিবাদের জেরে শনিবার সন্ধ্যায় দুই গ্রামের একাংশের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের চার জন পাঁচরোল গ্রামের ও তিন জন বিলবড়া গ্রামের বাসিন্দা। তাঁরা সকলেই সংঘর্ষে আহত হয়ে এগরা মহকুমা হাসপাতালে চিকিত্‌সাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেতেই পুলিশ তাঁদের গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার কাঁথি এসিজেএম আদালতে হাজির করানো হয়। ওই ঘটনায় আহত দু’জন এখনও কলকাতার এসএসকেম হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সামান্য বচসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন এগরা থানা এলাকার ওই দুই গ্রামের কয়েকজন। আহত হন দশ জন। উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করেন।

নিবার্চনী বৈঠক
পঞ্চায়েত নিবার্চনে নিজেদের রণকৌশল ঠিক করতে সোমবার কাঁথি ১ ব্লকের মহিষাগোট অঞ্চলে সিপিএমের নিবার্চনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন পঞ্চায়েত নিবার্চনে সারদার আর্থিক কেলেঙ্কারি, ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের পুলিশ হেফাজতে মৃত্যু থেকে পঞ্চায়েতে উন্নয়ন মূলক কাজে ব্যর্থতার মতো বিষয়গুলি ভোটারদের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়। সিপিএমের ঘাটুয়া জোনাল কমিটির সম্পাদক নীলকন্ঠ দোলুই জানান, পঞ্চায়েত নিবার্চনকে লক্ষ্য করে ৩০জনের একটি নিবার্চনী কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে সিপিএমের একটি মিছিল মহিষাগোট বাজার এলাকা পরিক্রমা করে।

জয়ী তৃণমূল
সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক সমিতির নিবার্চনে জয়ী হয়ে তৃণমূল। রামনগর-২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের সাহাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিবার্চনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৯টি আসনের মধ্যে ৬টি আসন পেয়ে জয়ী হয়। সমিতির নির্বাচনে ৩ টি আসন দখল করে সিপিএম সমর্থিত প্রার্থীরা। এই নির্বাচনে দলের জয়ের জন্য স্থানীয় তৃণমূল বিধায়ক অখিল গিরি ও মৈতনা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তমালতরু দাসমহাপাত্র বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.