|
|
|
|
নতুন দু’জন ডিনও পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রায় দু’বছর স্থায়ী উপাচার্য ছিল না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। নতুন সরকারের আমলে আইন পরিবর্তনের ফলে ছিল না ডিনও। এ বার সার্চ কমিটির সুপারিশ মেনে সব পদেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করল সরকার। উপাচার্য পদে রঞ্জন চক্রবর্তীকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে। তারপরই নিয়োগ করা হয়েছে দুই ডিনকেও। তাঁরা হলেন একজন উজ্জয়ন ভট্টাচার্য। ইতিহাস বিভাগের উজ্জয়নবাবু কলা ও বাণিজ্য বিভাগের ডিন হয়েছেন। আর প্রাণিবিদ্যা বিভাগের বিধান পাত্র হয়েছেন বিজ্ঞান বিভাগের ডিন। সোমবারই তিনজন নতুন দায়িত্ব দিয়েছেন।
স্থায়ী পদে যোগ দেওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন সকলেই। শীঘ্রই সমস্ত বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধানবাবু জানান, প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকা যে স্তরেই থাকুন না কেন যাতে ন্যূনতম একটি গবেষণায় যুক্ত থাকেন সে ব্যাপারে সাহায্য করা হবে। ‘কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম’ রূপায়ণে গতি আনা হবে, পাঠক্রমও পাল্টানো হবে। যাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঠনপাঠনের পর দেশের যে কোনও পরিস্থিতিতে নিজেদের তৈরি করতে পারে। তবে এখনও ডিনদের কোনও আলাদা অফিস তৈরি হয়নি। বিধানবাবু বলেন, “আমি চাই প্রত্যেক শিক্ষক সম্পর্কিত যাবতীয় নথি ডিনের অফিসে থাকুক। তাই অফিসও জরুরি।” উপাচার্যেরও বক্তব্য, “প্রথম থেকেই আমার লক্ষ্য ছিল, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটানো। সেই কাজ আরও ত্বরান্বিত করতে সব ধরনের পদক্ষেপ করা হবে।” |
|
|
|
|
|