টুকরো খবর
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতী ধৃত
আগ্নেয়াস্ত্র-সহ তিন দুষ্কৃতীকে রবিবার রাতে বাদুড়িয়ার নারায়ণপুর গ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে একটি রিভলভার, দু’রাউন্ড গুলি এবং একটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোনাজাত গাজি, আজিজুল মণ্ডল এবং পেঁচো গাজি। তারা যথাক্রমে কেশবপুর, মাটিয়া এবং আটুরিয়ার বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা ওই এলাকারই এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করার কথা বলে কবুল করেছে। তাদের বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে। সোমবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক তিন জনকেই ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

যুবক খুনে ধৃত প্রেমিকা ও মা
এক যুবককে খুনের অভিযোগে রবিবার রাতে নিহতের প্রেমিকা-সহ দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শিলা মণ্ডল ও শিখা মণ্ডল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শিলাদেবী নিহতের প্রেমিকা ও শিখাদেবী শিলাদেবীর মা বলে জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে আরও এক যুবকের নাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ঢাকুুরিয়া-উদয়ন পল্লির বাসিন্দা ভজন সাহার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় সোনাটিকারি এলাকায় শিখাদেবীর বাড়ি থেকে। ভজনবাবুর ভাই বিশ্বজিৎ সাহা পুলিশের কাছে লিখিত অভিযোগে ভজনবাবুর সঙ্গে শিলাদেবীর সর্ম্পকের কথা জানান। ধৃতদের জেরার পর পুলিশ জানিয়েছে, শিলাদেবীর সঙ্গে বহু পুরুষের সর্ম্পক ছিল। ভজনবাবুর সঙ্গে সর্ম্পক চলাকালীন তাঁর গাইঘাটা থানা এলাকার একটি যুবকের সঙ্গেও সর্ম্পক তৈরি হয়। ওই যুবকই শিলাদেবীর সঙ্গে পরিকল্পনা করে ভজনকে ঘুমের মধ্যে গুলি করে খুন করেন। ঘটনার রাতে ভজন শিলাদেবীর ঘরেই ছিল। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

৩টি স্কুলভোটে হার কংগ্রেসের
দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বসিরহাট, বাদুড়িয়া এবং স্বরূপনগরের তিনটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে হেরে গেল কংগ্রেস। বসিরহাটের বুনোরহাটি ইউসুফ ইসমাইল মেমোরিয়াল হাইস্কুল এবং স্বরূপনগরের নবাদকাটি হাইস্কুলে ছ’টি আসনেই জিতে যায় সিপিএম। বাদুড়িয়ার মহেশপুর হাইস্কুলে সব ক’টি আসনে জেতে তৃণমূল। তিনটি স্কুলেই দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস। অন্য দিকে, সন্দেশখালির তেভাগা শহিদ স্মৃতি বিদ্যালয়ের ভোটেও জেতে তৃণমূল। তারা পাঁচটি আসন পায়। একটি আসন পায় সিপিএম।

সিনেমা ডাউনলোড করে বিক্রি, ধৃত ২
ইন্টারনেট থেকে অবৈধ ভাবে গান-সিনেমা ডাউনলোড করে বিক্রির অভিযোগে বসিরহাট মহকুমার দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার পুলিশ এবং ইন্ডিয়ান মিউজিক ইন্ড্রাস্ট্রি যৌথ অভিযান চালিয়ে বসিরহাটের দণ্ডিরহাট থেকে রিয়াজুল গাজি এবং হাসনাবাদের তালপুকুর এলাকার বাসিন্দা আশরাফুল মির্ধাকে কপিরাইট আইনে গ্রেফতার করে। পুলিশ জানায়, দু’টি দোকানই ‘সিল’ করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার-সহ নানা সরঞ্জাম।

স্কুলভোটে মিশ্র ফল
সাগরের দুটি বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মিশ্র ফল হয়েছে। দুটি বিদ্যালয়ে জিতেছে সিপিএম। একটিতে তৃণমূল। সাগরের হরিণবাড়ী বালিকা বিদ্যালয়ে জয়ী হয় তৃণমূল। ওপর দিকে বামনখালি হাইস্কুলে ৬টি আসনেই জয়ী হয় সিপিএম। গতবার ওই বিদ্যালয় তৃণমূলের দখলে ছিল। কুলতলি ব্লকের জামতলা ভগবানচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জয়ী হয়েছে সিপিএম। গতবার স্কুলটি তৃণমূল-এসইউসিআইয়ের দখলে ছিল।

ডায়মন্ড হারবারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ডায়মন্ড হারবারের চাঁদনগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোমরেজ শেখ (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাড়ির সামনের বিদ্যুতের খুঁটিতে একটি বাল্ব পাল্টানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.