|
|
|
|
দখলদারদের ওঠাতে মাইকে প্রচার |
রাস্তা চওড়ার তোড়জোড় ঘাটালে |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ঘাটাল শহরের প্রধান সড়কটি (ঘাটাল-পাঁশকুড়া) চওড়া করতে উদ্যোগী হল প্রশাসন। শহর সংলগ্ন নিমতলা থেকে ময়রাপুকুর মোড় পর্যন্ত রাস্তাটি চার লেনের করার প্রস্তাব নেওয়া হয়েছে। সরকারি ভাবে টাকা মঞ্জুর না হলেও চার লেন তৈরির প্রক্রিয়া শুরু করে দিয়েছে পূর্ত দফতর। সোমবারই পূর্ত দফতর থেকে মাইকে প্রচার হয়। রাস্তার ধারে পূর্ত দফতরের জমি যাঁরা দখল করে রয়েছেন, তাঁদের ৩০ মে-র মধ্যে উঠে যেতে বলা হয়েছে। তা না হলে অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও মাইকে প্রচার করেছে পূর্ত দফতর। দফতরের সহকারি বাস্তুকার লক্ষ্মীকান্ত মণ্ডল বলেন, “আমরা চার লেনের জন্য একটি প্রস্তাব পাঠিয়েছি। টাকা মঞ্জুর হলেই কাজ শুরু হয়ে যাবে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।” ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, “পুরনো শহর। ভিতরের রাস্তাটি খুবই সরু। তাই রাস্তা চওড়া করার পাশাপাশি সিগন্যাল ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরসভা থেকে আলো ও সিগন্যালের ব্যবস্থা করা হবে। রাস্তা সম্প্রসারণের জন্য দ্রুত বরাদ্দ করা হবে বলে পূর্ত দফতরের মন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
পূর্ত দফতর সূত্রের খবর, এখন এমনিতেই বিআরজিএফ প্রকল্পে ঘাটাল-পাঁশকুড়া সড়কটির কাজ চলছে। ৩২ কিলোমিটার রাস্তার জন্য ৩২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কাজ প্রায় শেষের মুখে। পিচ বাদেও রাস্তার দু’ধারে আড়াই ফুট করে মোরাম দেওয়া হচ্ছে। শহরের মধ্যে তিন কিলোমিটার রাস্তাটি চওড়া করার পাশাপাশি ডিভাইডার ও সিগন্যাল ব্যবস্থা চালু করতে পারলে যানবাহনের গতি বাড়বে।
এ দিকে পূর্ত দফতরের জমি দখল করে শতাধিক মানুষ দোকান-ঘর বানিয়ে দিব্যি ব্যবসা করছেন। কেউ বাড়িও তৈরি করে নিয়েছেন। এ দিন মাইকে উচ্ছেদ প্রচারের পরই জোর জল্পনা শুরু হয়েছে শহরে। ফুটপাথের ব্যবসায়ীরা জোট বেঁধে আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যদিও পূর্ত দফতর সাফ জানিয়ে দিয়েছে, টাকা মঞ্জুর হলে পুজোর আগেই শুরু হয়ে যাবে কাজ। |
|
|
|
|
|