শুধু মাঠে নয়, মেসি-ম্যাজিক এ বার মাঠের বাইরেও, সমাজের জন্য।
বার্সেলোনাকে ২২তম লা লিগা খেতাব দিয়ে এ বার অসুস্থ শিশুদের পাশে দাঁড়ানোর শপথ আর্জেন্তিনীয় তারকার। ‘উরেডু’ সংস্থার হয়ে মেসি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার অসুস্থ শিশুদের চিকিত্সায়। বিশ্বের এই অঞ্চলে স্বাস্থ্যশিবির ব্যবস্থা আরও উন্নত করে ২০১৬-র মধ্যে ২০ লক্ষ শিশুকে ‘গ্লোবাল ফুটপ্রিন্ট’ প্রকল্পের আওতায় আনাই মূল লক্ষ্য। |
“আমার সংস্থা শিশুদের চিকিত্সায় সাহায্য করবে,” বলে দেন মেসি। বিশেষ একটি প্র্যাক্টিস সেশনেরও আয়োজন হচ্ছে দোহায়। যেখানে বিশ্বসেরা ফুটবলারকে দেখার সুযোগ পাবেন দোহার ফুটবলপ্রেমীরা।
এ দিকে, রবিবার রাতে লা লিগায় মেসিহীন বার্সেলোনা ২-১ হারাল রিয়াল ভালাদোলিদকে। এই জয়ে রিয়াল মাদ্রিদের ১০০ পয়েন্টের রেকর্ডের আরও কাছে পৌঁছল মেসির দল (৯৪)। |
রবিবার রাতেই লা লিগা ট্রফি তুলে দেওয়া হয় বার্সেলোনার হাতে। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আবার এ দিনই কোচ হোসে মোরিনহোর মরসুম শেষে ক্লাব ছাড়ার কথা নিশ্চিত করেছেন। ফলে ছ’বছর পর চেলসি ফেরার পথে আর কোনও বাধা রইল না পর্তুগিজ কোচের।
|