টুকরো খবর
করিমকে তলব
করিম বেঞ্চারিফার বিরুদ্ধে ম্যাচ কমিশনারের কড়া রিপোর্ট জমা পড়ল আইএফএ-তে। রিপোর্টে লেখা আছে, রেফারিকে গালিগালাজ করেছেন করিম। তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, ঠিক করতে বুধবার শৃঙ্খলারক্ষা কমিটির সভা ডেকেছে আইএফএ। তবে সভার সিদ্ধান্ত নয়, করিমের পাখির চোখ এখন বৃহস্পতিবারের ডার্বি। সোমবার রাতে মোহন কোচ বলছিলেন, “যা বলার বুধবারই সভায় গিয়ে বলব।” প্রথমে অবনমনের শাপমুক্তি। পরে নতুন বছরের দল গঠনের আর্থিক সমস্যার মধ্যে রেফারি-কেলেঙ্কারি। বিতর্ক যেন লেগেই আছে করিমের টিমের সঙ্গে। মরক্কান কোচ এখন আর বিতর্কে জড়াতে চাইছেন না। নিজের টিম ছাড়া প্রশ্ন শুনলেই, ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যাচ্ছেন। ডার্বিতে কুইন্টন জেকবের অনুপস্থিতি একটা বড় ধাক্কা। তার উপর ইচের চোট কি বাড়তি চাপে রাখবে বাগানকে? করিম বললেন, “ডার্বির আগে তিন দিন সময় পাচ্ছি। চেষ্টা চলছে ইচেকে খেলানোর। না পারলে হাতে বিকল্প আছে।” করিমের বিকল্প তো তৈরি। কিন্তু আইএফএ কি পারবে ডার্বি ম্যাচের আগের দিন করিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে? না কি পুরো ব্যাপারটি নিয়ে ফের নতুন নাটক হবে। এ দিকে, সোমবার রাতে টোলগে ওজবের সঙ্গে নতুন চুক্তিপত্র নিয়ে আলোচনায় বসেন বাগান কর্তারা। শোনা যাচ্ছে, আর্থিক ডামাডোলের মধ্যে তাঁকে গতবারের তুলনায় প্রায় অর্ধেক টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার, অর্ধেক টাকায় টোলগে মোহনবাগানে খেলতে রাজি কি না?

সুভাষ হয়তো ফ্র্যাঞ্চাইজিতে
চার্চিল ব্রাদার্সের টিডির পদ ছেড়ে আই লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি টিমে যেতে পারেন সুভাষ ভৌমিক। “ফুটবলারদের দু’-তিন মাসের টাকা বাকি। হেনরি-তোম্বারা চুক্তি না করে দেশে চলে গিয়েছে। আমি দু’মাস মাইনে পাইনি। টিম না পেলে আলোচনা করে কি লাভ? এখানে কোচিং করিয়েও বা কি হবে? আর দু’-তিন দিন অপেক্ষা করব তারপর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর দিয়ে কলকাতায় ফিরে যাব,” গোয়া থেকে ফোনে বললেন বিরক্ত সুভাষ। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি টিমের সঙ্গে কথাবার্তা এগিয়েছে সুভাষের। ২৭ মে ফ্র্যাঞ্চাইজি টিম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন। ওই দিন পর্যন্ত চার্চিলের সঙ্গে চূড়ান্ত কথা বলতে চান না সুভাষ। বললেন, “অন্য টিমের প্রস্তাব আছে। কিন্তু তা নিয়ে এখনই কিছু বলব না। আমি চাইলে দু’ঘণ্টায় টিম গড়ে ফেলতে পারি। কলকাতার অনেক প্লেয়ারও নিয়মিত যোগাযোগ রাখছে।” চার্চিল টিডির এই মন্তব্যেই ইঙ্গিত, ফ্র্যাঞ্চাইজি টিমের দায়িত্ব নিলে চার্চিলের একটা বড় অংশ নিয়ে যাবেন। চার্চিল প্রধান আলেমাও চার্চিল অবশ্য এ দিনও গোয়া থেকে ফোনে বললেন, “দু’একদিনের মধ্যেই সুভাষের সঙ্গে আলোচনায় বসব।” যা শুনে সুভাষের মন্তব্য, “আগে বকেয়া টাকা দিক।” চার্চিলের তিন বিদেশির মধ্যে দেশে চলে যাওয়া স্ট্রাইকার হেনরির কাছে পর্তুগালের দুটো টিমের প্রস্তাব আছে। তোম্বাও টাকা না নিয়েই দেশে চলে দিয়েছেন। বিলাল টাকার জন্য হাপিত্যেশ করে এখনও গোয়ায়। সন্দীপ নন্দী, স্টিভন ডায়াসরাও।

রোলাঁ গারোয় স্বস্তি
রাফায়েল নাদালের ক্লে কোর্ট খেতাব জয়ের হ্যাটট্রিকে আসন্ন ক্লে কোর্টের গ্র্যান্ড স্ল্যামে টেনিসে ‘বিগ ফোর’ বোধহয় হাঁফ ছেড়ে বাঁচলেন! সামনের রবিবার শুরু ফরাসি ওপেনের আগে আজ এটিপি-র টাটকা বিশ্ব র্যাঙ্কিংয়ে স্বদেশীয় ডেভিড ফেরারকে সরিয়ে নাদাল চার নম্বরে উঠে এসেছেন রোম মাস্টার্স চ্যাম্পিয়ন হওয়ায়। যেটা না হলে, গত আট বছরে সাত বার রোলাঁ গারোর চ্যাম্পিয়ন এ বার পঞ্চম বাছাই হিসাবে কোয়ার্টার ফাইনালেই পড়ে যেতেন সম্ভবত শীর্ষ বাছাই জকোভিচের। এখন আর সেটা হবে না। ক্লে কোর্ট সম্রাটের ফরাসি ওপেনে চতুর্থ বাছাই হওয়া কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে সেমিফাইনাল পর্যন্ত নাদালকে ‘বিগ ফোর’-এর অন্য তিন নক্ষত্র জকোভিচ, মারে বা ফেডেরারের মুখোমুখি হতে হবে না।

তদন্তের মুখে ওয়ার্নার
আইপিএলের বদনাম সহ্য না করতে পেরে টুইটারে বিস্ফোরক মন্তব্যের জন্য বড় ঝামেলায় জড়িয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। দুই ক্রীড়া সাংবাদিককে গালিগালাজ করার জন্য তাঁকে বুধবার শুধু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তদন্তের মুখেই পড়তে হচ্ছে না, প্রাক্তন ক্রিকেটারদের বাক্যবাণও সহ্য করতে হচ্ছে। এ দিনই যেমন প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার মার্ক ওয় বলে দিলেন, “এই নিয়ে হয়তো দ্বিতীয় বা তৃতীয়বার এ রকম টুইট করল ওয়ার্নার। এই ঘটনা থেকে ওর শিক্ষা নেওয়া উচিত। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যের কাছ থেকে এমন মন্তব্য আশা করা যায় না। কেরিয়ারে একটা সময় আসে যখন ভালর সঙ্গে মন্দটাকেও নিতে হয়। ওয়ার্নারের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। ওকে চামড়াটা মোটা করতে হবে।”

সেরা সৌম্য-শ্রেয়সী
বিটিটিএ-র কলকাতা টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিমুকুট জিতলেন শ্রেয়সী হাজরা (সিনিয়র মেয়ে ও বালিকা), অলোক সর্দার (ক্যাডেট ও সাব জুনিয়র) এবং অনুশ্রী দে (ক্যাডেট ও নার্সারি)। পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন সৌম্য দত্ত। অন্য বিভাগের সেরা ধ্রুবদিত্য চাকলাদার, বিশ্বরূপা গুপ্ত ও ঋতম রায়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.