ফিরোজ শা কোটলা থেকে লোধি রোড খুব বেশি দূরে নয়। সচিন-ধোনিরা যেখানে প্র্যাক্টিস করছেন, সেখান থেকে পাঁচ-সাত কিলোমিটার যেতে কতটাই বা সময় লাগবে? কিন্তু ক্রিকেটীয় মেরুকরণের নিরিখে দূরত্বটা মাপা বোধহয় কিছুতেই সম্ভব নয়।
এক দিকে আইপিএল তৈরি হচ্ছে ভারতীয় ক্রিকেটের দুই বরপুত্রের লড়াই দেখতে, অন্য দিকে সেই আইপিএলই লজ্জায় মুখ ঢাকছে গড়াপেটার অন্ধকারে। কোটলায় উৎসাহের পারদ চলছে দুই মেগাটিমের সংঘাত দেখতে। আর সেই রাজধানীর লোধি রোডেই দিল্লি পুলিশের ডেরায় জেরা চলছে স্পট ফিক্সিংয়ে গ্রেফতার হওয়া শ্রীসন্ত-চান্ডিলা-চহ্বাণের। দেশের নানা প্রান্তে দানা বাঁধছে গড়াপেটা বিরোধী আন্দোলন। নিজের শহরে ধিক্কৃত হচ্ছেন শ্রীসন্ত, কোথাও আবার মোমবাতি নিয়ে নীরব প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে স্কুল পড়ুয়ারা। |
গড়াপেটার কালো ছায়া মঙ্গলবার প্লে অফের প্রতিদ্বন্দ্বী দুটো দলের উপর পড়েনি ঠিকই। কিন্তু মুম্বই বনাম চেন্নাই লড়াইও কি একটু হলে পিছনে পড়ে যাচ্ছে না এই কেলেঙ্কারির জেরে? দুই শিবিরের দুই মত। মুম্বই অধিনায়ক ব্যাপারটা মানতে চাইছেন না। রোহিত শর্মা যেমন বলে গেলেন, “আমরা ব্যাপারটা নিয়ে বিশেষ মাথা ঘামাতে চাই না। একটা মিশনের মধ্যে আছি। সবাই পেশাদার ক্রিকেটার। আমরা জানি মাঠে নেমে কী করতে হবে।” তবে চেন্নাই কোচ স্টিভন ফ্লেমিং মেনে নিচ্ছেন, গড়াপেটার ছায়ায় কিছুটা হলেও আইপিএল চাপা পড়বে। “হতাশাজনক ঘটনা। গড়াপেটার ঘটনায় আইপিএল ম্যাচগুলোর উপর ছায়া পড়বেই। আশা করব আগামী সপ্তাহে যে খেলা হবে, তাতে ক্রিকেট আবার স্বমহিমায় ফিরবে।”
ক্রিকেট স্বমহিমায় ফিরতে পারে কাল রাত থেকেই। যদি ধোনি বনাম সচিন কোটলায় দেখা যায়। একটা সামান্য যদি এখনও থাকছে। কারণ সচিনের ফিটনেস। এ দিন প্র্যাক্টিস করলেও টিমের তরফে নিশ্চিত করে বলা হয়নি, সচিন খেলবেন কিনা। রোহিত বলে গেলেন, “ম্যাচের আগে আমরা সিদ্ধান্ত নেব।” |
সুনীল গাওস্কর ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে বলে রাখছেন, আইপিএলের সম্ভাব্য ফাইনাল। সেই ‘সম্ভাব্য ফাইনাল’ নিষ্কলঙ্ক রাখতে নেমে পড়েছে বোর্ড। প্লে অফের চারটে টিমের সঙ্গেই দুর্নীতিদমন শাখার অফিসারদের জুড়ে দেওয়া হয়েছে। অফিসাররা টিমের সঙ্গে থাকবেন, ঘুরবেন এবং টিমের নিরাপত্তা ইনচার্জের সঙ্গে এক সঙ্গে কাজ করবেন। বোর্ডের দুর্নীতিদমন অফিসার রবি সাওয়ানি দিল্লি পুলিশের সঙ্গে এ দিন দেখা করেন। পরে সাওয়ানি সাংবাদিকদের বলেন, “আমি বোর্ডের তরফে দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছি। জানিয়ে দিয়েছি, বোর্ড সব সাহায্য করার জন্য তৈরি।” ক্রিকেট বনাম কলঙ্ক কোটলার মেগা লড়াইয়ের বাইরেও আরও একটা লড়াই কাল থেকে শুরু হবে। কলঙ্ককে মুছে দিতে পারে কি না ক্রিকেট, এখন সেটাই দেখার!
|