আজ গড়াপেটা কলঙ্ককে হারানোর লড়াই
যুদ্ধ মাঠে...
শ্রীযুক্ত নির্ভরযোগ্য
মাইক হাসি ১৫ ম্যাচে ৬৪৬ রান, স্ট্রাইক রেট ১২৭.৬৬ রোহিত শর্মা ১৬ ম্যাচে ৫২৬ রান, স্ট্রাইক রেট ১৩৮.০৫
ফিয়ার ফ্যাক্টর
সুরেশ রায়না ১৬ ম্যাচে ৪৬৬ রান, স্ট্রাইক রেট ১৪৪.৭২ কায়রন পোলার্ড ১৫ ম্যাচে ৩২৫ রান, স্ট্রাইক রেট ১৪৩.১৭
মস্তিষ্ক বনাম আবেগ
মহেন্দ্র সিংহ ধোনি ১৬ ম্যাচে ৩৯৮ রান, স্ট্রাইক রেট ১৬৭. ২২ সচিন তেন্ডুলকর ১৪ ম্যাচে ২৮৭ রান, স্ট্রাইক রেট ১২৪.২৪
বিদেশি বারুদ
ডোয়েন ব্র্যাভো ১৬ ম্যাচে ২৫ উই., ইকনমি ৮.০৩ মিচেল জনসন ১৪ ম্যাচে ২২ উই., ইকনমি ৭.১১
ডায়াল এম ফর মার্ডার
মোহিত শর্মা ১৩ ম্যাচে ১৭ উই., ইকনমি ৬.২৩ লাসিথ মালিঙ্গা ১৪ ম্যাচে ১৭ উই. ইকনমি ৬.৭১
বর্তমান বনাম প্রাক্তন
রবিচন্দ্রন অশ্বিন ১৬ ম্যাচে ১৫ উই. ইকনমি ৬.৬২ হরভজন সিংহ ১৬ ম্যাচে ১৯ উই., ইকনমি ৬.৬৬

কোটলায় প্র্যাক্টিসে হরভজন-রায়না। ছবি: টুইটার। স্পট-ফিক্সিং নিয়ে বিক্ষোভ। ছবি: পিটিআই।
...মাঠের বাইরে
• চারটে টিমের সঙ্গে দুর্নীতিদমন শাখার চার অফিসার থাকছেন।
• অফিসাররা দলের সঙ্গে সব জায়গায় যাবেন, থাকবেন। টিমের নিরাপত্তা ইনচার্জের সঙ্গে কথা বলে চলবে নজরদারির কাজ।
• অভিযুক্ত তিন ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টের। শ্রীসন্তদের চুক্তিও খারিজ।
• গড়াপেটাকে আনা হচ্ছে নতুন কড়া আইনের আওতায়।
 



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.