ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকে সে-দেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। মহাকরণের খবর, মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে তিনি কবে আমেরিকা যেতে পারবেন, তা নিশ্চিত নয়।
এই নিয়ে মহাকরণে মমতার সঙ্গে তিন বার সাক্ষাৎ হল ন্যান্সির। ভারতে রাষ্ট্রদূত হওয়ার পরেই এক বার তিনি কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য-সাক্ষাৎ করে যান। তাঁর দ্বিতীয় সফর ছিল মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টনের সঙ্গে। গত বছর মহাকরণে হিলারি-মমতা সাক্ষাতের সময় ন্যান্সিও এসেছিলেন। এ দিন কলকাতায় এসে ফের তিনি দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সরকারি ভাবে, তাঁর এই সাক্ষাৎ সৌজন্যমূলক। ন্যান্সির সঙ্গে ছিলেন কলকাতায় মার্কিন কনসাল জেনারেল ডিন টমসন এবং রাজনৈতিক-অর্থনৈতিক বিষয়ক বিভাগের প্রতিনিধি আনা ও’নিল। |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁর ঘর থেকে বেরিয়ে
আসছেন ন্যান্সি পাওয়েল। সোমবার মহাকরণে। —নিজস্ব চিত্র। |
মমতা-ন্যান্সি এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। সরকারের এক মুখপাত্র জানান, তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমেরিকা যেতে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। তাঁর সম্মতির কথা ন্যান্সিকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রীও। সরকারি মুখপাত্র জানান, সামনেই পঞ্চায়েত ভোট। তা মিটলে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কুচকাওয়াজের অনুষ্ঠান। তার পরেই পুজো। তাই এর মধ্যে মুখ্যমন্ত্রীর বিদেশে যাওয়া সম্ভব নয়। তার পরে আবার যে-কোনও সময়েই লোকসভা নির্বাচন হতে পারে। এই অবস্থায় মমতা ঠিক কবে আমেরিকা যেতে পারবেন, তা নিশ্চিত নয়। |