আধিকারিক সেজে অভিযান, আটক তিন |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বিদ্যুৎ দফতরের ভুয়ো আধিকারিক সেজে অভিযান চালানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানা এলাকার বল্লভপুর আদিবাসী পাড়ায়। একটি চার চাকা গাড়ি-সহ ওই তিন যুবককে পুলিশ আটক করেছে। খোঁজ চলছে গাড়ি চালকের।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে একটি ঝাঁ চকচকে চার চাকা গাড়ি করে ওই তিন যুবক বল্লভপাড়ায় আসে। ওই আদিবাসী এলাকায় ব্যাপক হারে হুকিং করতে দেখা যায়। অভিযুক্ত তিন যুবক তাকেই হাতিয়ার করে একটি ‘নকল বিদ্যুৎ অভিযান’ চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ি থেকে নেমেই তারা নিজেদের বিদ্যুৎ দফতরের আধিকারিক দাবি করে বাড়িতে বাড়িতে ঘুরে জরিমানা করতে শুরু করে। স্থানীয় বাসিন্দা ভগীরথ মাড্ডি, সমীর কোলে-দের অভিযোগ, “এলাকার মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকের বাড়ির হুকিং খুলে ফেলতে শুরু করেন। বাড়ির ভেতরে ঢুকে মোবাইল-সহ নানা বৈদ্যুতিন যন্ত্রপাতি ‘বাজেয়াপ্ত’ করতে শুরু করে।” |
এই গাড়িতে করে এসেছিল তিন প্রতারক।—নিজস্ব চিত্র। |
এলাকারই শিবলাল হাঁসদা বলেন, “ওই তিন যুবক কাউকে ৫ হাজার কাউকে ১০, এমনকী ৩০ হাজার টাকা পর্যন্ত ফাইন করতে শুরু করে। জরিমানার টাকা তাদের হাতে তুলে না দিলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও হুমকি দিতে থাকে।” মাত্র কয়েক মাস আগেই ঠিক একই কায়দায় ওই এলাকায় বিদ্যুৎ অভিযান চালানো হয়েছিল বলে খবর। পরে বাসিন্দারা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। এ দিন তাই ওই তিন যুবকের আচরণে এলাকাবাসীর সন্দেহ হয়। তাঁরা যুবকদের কাছে পরিচয়পত্র দাবি করলে তারা কিছুই দেখাতে পারেনি। এরপরেই এলাকার মানুষ ওই তিনজনকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। ঘটনায় রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। |