সবার জন্য খাদ্যের দাবি, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ও ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চার দফা দাবির ভিত্তিতে বর্ধমান শহরের উল্লাস মোড়ের কাছে পথ অবরোধ হল প্রায় ৪০ মিনিট। পুলিশের অনুরোধে অবশ্য পরে অবরোধ উঠে যায়। অবরোধের জেরে এনএইচ-২তে যানজটের সৃষ্টি হয়। এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা কমিটির সম্পাদক পরেশ হাজরা জানিয়েছেন, সকলের জন্য খাদ্যের দাবি, ভর্তুকির বদলে নগদ টাকা নয়, রেশনে সবার জন্য চাল,গম,চিনি,কেরোসিনের দাবি-সহ বিভিন্ন দাবির ভিত্তিতে পথ অবরোধ করা হয়েছিল। জেলার প্রায় ১২টি জায়গায় একসঙ্গে পথ অবরোধ করেন রেশন ডিলারেরা।
|
দুই শিশু শ্রমিককে পাঠানো হল বাড়ি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
দুই শিশু শ্রমিককে তাদের বাড়িতে পাঠানো হল। সোমবার কালনার মহকুমাশাসকের উদ্যোগে ওই দু’জনকে বাড়ি ফেরানো হয়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাবর শেখ এবং সামিরুল শেখ নামে ওই দু’জনের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা এলাকায়। মেহেতাব শেখ নামে এক ঠিকাদারের কাছে তারা নির্মাণ শ্রমিকের কাজ করত। এ দিন তারা মহকুমাশাসকের অফিসে গিয়ে জানায়, সম্প্রতি ঠিকাদার তাদের ঠিক মতো খেতে দিচ্ছিল না। কাজে যেতে না চাইলে মারধরও করা হচ্ছিল বলে অভিযোগ করে তারা। পরে কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি বলেন, “ছেলে দু’টি তাদের বাড়িতে পৌঁছেছে কি না, ওই এলাকার শ্রম কমিশনার তা নিশ্চিত করবেন।”
|
বাস্কেটবলে জয়ী শিবাজি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রথম ডিভিশন বাস্কেটবলের সুপার লিগের ফিরতি পর্বে শিবাজি সঙ্ঘ ৮৭-৫৫ পয়েন্টে হারিয়েছে কল্যাণ স্মৃতি সঙ্ঘকে। জাতীয় সঙ্ঘ ও শিবাজি সঙ্ঘের মধ্যে অন্য খেলা ১৯-১৯ পয়েন্ট থাকা অবস্থায় বৃষ্টির জন্য স্থগিত হয়ে গিয়েছে। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ কারণ যে জিতবে, সেই হবে চ্যাম্পিয়ন। অপরাজিত জাতীয় সঙ্ঘ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। কিন্তু যদি শিবাজি ৮ পয়েন্টের বেশি ব্যবধানে জাতীয়কে হারাতে পারে তবে তারাই হবে চ্যাম্পিয়ান।
|
মঙ্গলকোটে দেহ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
গ্রামের পুকুর থেকে মৃতদেহ তুলল পুলিশ। সোমবার মঙ্গলকোটের কুন্দো গ্রামের একটি পুকুর থেকে ওই মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম মাঝি (৪৫)। তাঁর বাড়ি ওই গ্রামেই। পুলিশ অস্বাভাবিক একটি মৃত্যুর মামলা রুজু করেছে।
|
খনিতে কর্মরত ঠিকা শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে সোমবার সকালে ইসিএলের সদর কার্যালয় সাঁকতোড়িয়ায় ধর্না অবস্থান করল জয়েন্ট অ্যাকশন কমিটি। নেতৃত্ব দেন লোকসভার বাম সাংসদদের নেতা বাসুদেব আচারিয়া। তিনি দাবি করেছেন, ঠিকা শ্রমিকদের মজুরি বৃদ্ধি-সহ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে। বাসুদেববাবুর অভিযোগ, এর আগেও একাধিকবার ইসিএল কর্তৃপক্ষের কাছে একই দরবার করা হয়েছে। কিন্তু ফল হয়নি। এবারও যদি অতীতের ঘটনার পুনরাবৃত্তি হয় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। |