ট্যাক্স অফিসারের বাড়ি ভাঙচুরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বাড়ি ভাঙচুর, ছেলেকে অপহরেণর চেষ্টা-সহ নানা অভিযোগ করলেন দুর্গাপুরের কমার্শিয়াল ট্যাক্সের যুগ্ম কমিশনার সুমন সিংহ। আসানসোল দুর্গাপুর কমিশনারেটে এই অভিযোগ জানান তিনি। |
হামলার পরে।—নিজস্ব চিত্র। |
সোমবার তিনি কমিশনারেটের এডিসিপি (পূর্ব)-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, ১৬ মে তিনি ব্যক্তিগত কাজে বোকারো গিয়েছিলেন। রবিবার তিনি দুর্গাপুরের অম্বুজা এলাকার বাড়িতে ফিরে দেখেন বাড়ির সদর দরজারও তালা ভাঙা। তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র। গত ২৫ এপ্রিল তাঁর ছেলে স্কুল বাস থেকে নামার পরে এক মোটরবাইক আরোহী তাকে তার বাবা ডাকছে বলে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে নিয়ে যেতে চায়। ছেলে চিৎকার করায় মোটরবাইক আরোহী পালায়। তার আগে ২ মে অফিস থেকে তাঁর ব্যক্তিগত ডায়েরি চুরি হয়ে গিয়েছিল। ১০ মার্চ রাতে মুখ ঢাকা একদল দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ করে ও হুমকি দেয় বলেও অভিযোগ।
সুমনদেবী জানান, গত ২৬ নভেম্বর তাঁর মেয়ে শ্রেয়া খুন হয়। তারপর তাঁর গাড়ির চালক মহম্মদ ইনামুদ্দিন কাজ ছেড়ে দেয়। ইনামুদ্দিন ও আরও কয়েকজনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |