ঠিকা শ্রমিকদের দাবি নিয়ে ধর্না
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চলছে অবস্থান।—নিজস্ব চিত্র। |
খনিতে কর্মরত ঠিকা শ্রমিকদের বিভিন্ন দাবিদাওয়ার ভিত্তিতে সোমবার সকালে ইসিএলের সদর কার্যালয় সাঁকতোড়িয়ায় ধর্না অবস্থান করল জয়েন্ট অ্যাকশন কমিটি। নেতৃত্ব দেন লোকসভার বাম সাংসদদের নেতা বাসুদেব আচারিয়া। তিনি দাবি করেছেন, ঠিকা শ্রমিকদের মজুরি বৃদ্ধি-সহ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত যাবতীয় সুযোগ সুবিধা দিতে হবে। বাসুদেববাবুর অভিযোগ, এর আগেও একাধিকবার ইসিএল কর্তৃপক্ষের কাছে একই দরবার করা হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি। এবারও যদি অতীতের ঘটনার পুনরাবৃত্তি হয় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। মঞ্চে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ বংশগোপাল চৌধুরী ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ রামচন্দ্র সিংহ।
|
লোহার পাইপ নিয়ে চম্পট
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এমএএমসি জলের ট্যাঙ্কের পাশ থেকে লোহার পাইপ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পরে পুলিশের তাড়া খেয়ে পাইপ ফেলে চম্পট দেয় তারা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর ৪ টে নাগাদ কয়েক জন দুষ্কৃতী ১৫টি পাইপ তুলে নিয়ে স্থানীয় একটি পরিত্যক্ত আবাসনের বাগানে গিয়ে রাখে। সেখানে একটি গাড়িতে পাইপগুলি তোলার চেষ্টা করছিল তারা। সেই সময় টহলদার পুলিশের একটি গাড়ি সেখানে পৌঁছয়। বেগতিক দেখে গাড়িতে চড়ে পালায় দুষ্কৃতীরা। ১২টি পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
|
শ্লীলতাহানি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক খনিকর্মীকে গ্রেফতার করল অন্ডাল পুলিশ। শীতলপুর ৩ নম্বর এলাকার ঘটনা। ধৃতের নাম তৈয়ব আনসারি। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, শনিবার রাতে তাঁর বাড়িতে ঢুকে তৈয়ব তাঁর মেয়েকে ‘স্প্রে’ করে অচেতন করে তার শ্লীলতাহানি করে। তাঁর স্ত্রী আটকাতে গেলে তৈয়ব তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। স্ত্রীর চিৎকারে সে পালায়। সোমবার অন্ডাল থানায় তৈয়বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, এ দিন সন্ধ্যায় তৈয়বকে গ্রেফতার করা হয়েছে। |