বচসা থেকে দু’দলে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের পাতলাখাওয়া এলাকায়। রবিবার রাতে ঢিল ছোড়াছুড়ির অভিযোগকে কেন্দ্র করে বাদানুবাদ থেকে দু’দলের সমর্থকরা লাঠি-সোটা ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় একরামুল হক নামে এক তৃণমূল সমর্থক জখম হয়েছেন। তাঁকে পুন্ডিবাড়ি ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত পর্যন্ত গোলমাল চলে। যদিও কেউ গ্রেফতার হননি। সিপিএমের কোচবিহার উত্তর জোনাল সম্পাদক সফিজুদ্দিন আহমেদের অভিযোগ, “ওই এলাকায় দলের এক কর্মীর বাড়িতে সমর্থকরা মিটিং করছিলেন। সে সময় তৃণমূল পরিকল্পিত ভাবে ইট-পাটকেল নিয়ে হামলা চালায়।” স্থানীয় তৃণমূল নেতা অরুপ দত্তের পাল্টা অভিযোগ, “আমাদের দলের এক সমর্থক বাড়ি ফিরছিলেন। সে সময় সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা মিটিং থেকে বেরিয়ে এসে হামলা চালায়।” জেলা পুলিশ সুপার অনুপ জয়সোয়াল বলেন, “গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।”
|
গ্রেফতার তিন দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইংরেজবাজার থানার অমৃতি বাসস্ট্যান্ড থেকে তাদের ধরা হয়। স্থানীয় এক পেট্রোল পাম্পে ডাকাতির জন্য ছয় জন জড়ো হয়। ধৃতদের থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ৭.৬ এমএম পিস্তল এবং ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত তিনজনের নাম শেখ সিদ্দিক, তাজেল খান, রবি শেখ। প্রথম দু’জনের বাড়ি রতুয়ার বাহারালে। তৃতীয় জনের বাড়ি কলিয়াচকের পুরাতন হাটখোলায়।
|
দু’টি দুর্ঘটনা, মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
দুটি দুর্ঘটনায় দক্ষিণ দিনাজপুরে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। শনিবার রাতে বাস-অটো সংঘর্ষে মৃত্যু হয়েছে অটো চালকের। জেলার গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায়। মৃতের নাম সাধন দাস (৩২)। অটোর দুই মহিলা যাত্রীও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যায় জেলার হিলি সীমান্তে ট্রাকের ধাক্কায় প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। নাম মোর পাহান (৫৫)। পাথর ভর্তি ওই ট্রাকটি হিলি যাওয়ার পথে রাস্তায় তাঁকে পিষে দিয়ে চলে যায়।
|
পরিদর্শনে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে জখম বাসিন্দাদের দেখতে গেলেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। রবিবার গোয়ালপোখরের চেরচেরিয়ায় যান মন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বাসিন্দারা সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ক্ষোভ জানান মন্ত্রীর সামনে। তাঁদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। |